ডেনমার্কের 'আবেগের সুনামি ' সম্পর্কে ওয়াকিবহাল ইংলিশ কোচ সাউথগেট

Last Updated:

সাউথগেট জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ডেনমার্ক আবেগের সুনামিতে ভাসছে। ফুটবলে ট্যাকটিকস, স্ট্র্যাটিজি, গেম প্ল্যান সব কিছুই প্রয়োজনীয়। কিন্তু আবেগ ভাসিয়ে দিতে পারে সবকিছু

ফুটবলে ট্যাকটিকস, স্ট্র্যাটিজি, গেম প্ল্যান সব কিছুই প্রয়োজনীয়। কিন্তু আবেগ ভাসিয়ে দিতে পারে সবকিছু। হিসেব বদলে দিতে পারে মুহুর্তের মধ্যে। তাই ডেনমার্ক লন্ডনের মাঠে খেললেও ইংল্যান্ডের অ্যাডভান্টেজ থাকবে মনে করেন না তিনি। প্রয়োজনীয় কাউন্টার প্ল্যান তৈরি রয়েছে ইংলিশদের। কিন্তু এই লড়াই অন্যরকম হবে আগেই অনুমান করে নিয়েছেন ইংলিশ ম্যানেজার। ডেনমার্ক কোচের বিশ্বাস,দলের সাফল্যের পিছনে আছেন এরিকসন। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২০ এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।
advertisement
দলের একমাত্র স্টার প্লেয়ার ক্রিস্টিয়ান এরিকসনের অনুপস্থিতি সত্ত্বেও ডেনমার্ক দলের এই পারফরম্যান্স এককথায় অসাধারণ এবং অবিশ্বাস্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ চলাকালীন ডেনমার্কের ফুটবলার এরিকসন হৃদরোগে আক্রান্ত হন। সেই ম্যাচটি ডেনমার্ক হারলেও তারপর থেকে তাদের আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। কোচ জুলমন্ডের মুখে এরিকসনের কথা। তার কথা অনুযায়ী এই ইউরোর প্রতিদিন তারা এরিকসনকে মিস করছেন।
advertisement
advertisement
তিনি আরো বলেন যে,ডেনমার্ক দল খুব খুশি কারণ এরিকসন এখন সুস্থ আছেন। দলের প্রতিটি খেলোয়াড় এরিকসনের স্মৃতি বুকে নিয়ে খেলতে নামে রোজ এবং তার কথা মনে করে তারা ওয়েম্বলিতে সেমিফাইনালেও খেলতে নামবে। তিনি মনে করেন এরিকসনের জন্য ভালোবাসা এবং বিশ্বাস দলের প্রতিটি সদস্যের মধ্যে এখনও আছে। আর এর জেরেই তাদের এই অসাধারণ পারফরম্যান্স।
advertisement
ফিফা তালিকা, দলগত মুনশিয়ানা, বড় ক্লাবে খেলা ফুটবলার - সবদিক থেকেই এগিয়ে ইংল্যান্ড। কিন্তু এরিকসেন মন্ত্রে যদি আবার ড্যানিশ ডিনামাইট বিস্ফোরণ ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।ইংলিশ কোচ তাই দেখে পা ফেলতে চান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডেনমার্কের 'আবেগের সুনামি ' সম্পর্কে ওয়াকিবহাল ইংলিশ কোচ সাউথগেট
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement