Copa America : অবশেষে জয় ! নকআউট নিশ্চিত হল সুয়ারেজের উরুগুয়ের

Last Updated:

বলিভিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ল কোপার সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারীরা। এ জয়ের সুবাদে তিন ম্যাচে ১টি করে জয়-পরাজয়-ড্র নিয়ে ৪ পয়েন্ট রয়েছে উরুগুয়ের ঝুলিতে

আর বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাতে বলিভিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ল কোপার সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারীরা। এ জয়ের সুবাদে তিন ম্যাচে ১টি করে জয়-পরাজয়-ড্র নিয়ে ৪ পয়েন্ট রয়েছে উরুগুয়ের ঝুলিতে। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও নিশ্চিত হয়েছে তাদের নকআউটের টিকিট। কেননা তিন ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি বলিভিয়া। তারা আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টপকাতে পারবে না উরুগুয়েকে।
advertisement
ব্রাজিলের কুইয়াবার এরেনা পান্তানালে হওয়া ম্যাচটিতে বলিভিয়ার ওপর আধিপত্য বিস্তার করেই খেলেছে উরুগুয়ে। অবশ্য কম যায়নি বলিভিয়াও। বেশ কয়েকটি জোরালো আক্রমণে উরুগুয়ের রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছে তারা। কিন্তু শেষপর্যন্ত জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি। ম্যাচে উরুগুয়ের প্রথম গোলটি ছিল বলিভিয়ার পক্ষ থেকে উপহার। অর্থাৎ নিজেদের জালে নিজেরাই গোল করে তারা। ম্যাচের ৪০ মিনিটের সময় আত্মঘাতী গোলটি করেন জাইরো কুইন্তেরস। এ গোলের সুবাদে লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় উরুগুয়ে।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত। ফাকুন্দো তোরেসের কাছ থেকে পাওয়া বলে ডান পায়ের শটে বল জালে জড়ান এডিনসন কাভানি। যার সুবাদে নিশ্চিত হয় উরুগুয়ের ২-০ গোলের জয়। এর আগে-পরে আরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। অন্য একটি ম্যাচে চিলির বিরুদ্ধে ২-০ জয় পেয়েছে প্যারাগুয়ে।
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : অবশেষে জয় ! নকআউট নিশ্চিত হল সুয়ারেজের উরুগুয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement