কলকাতা: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কেটেছে ইস্টবেঙ্গলের চুক্তি জট ৷ শ্রী সিমেন্টস এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকের পর বুধবার নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, এ বছরের আইএসএল-এ ইস্টবেঙ্গল খেলছে ৷ চুক্তি জট কাটিয়ে সমাধান সূত্র বের করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দু' পক্ষই ৷
সেইসঙ্গে আইএসএলের সঙ্গে কলকাতা লিগেও শক্তিশালী দল গড়বে ইস্টবেঙ্গল। জানালেন কর্তারা। যদিও দল গড়ার কাজ বিনিয়োগকারী সংস্থার। তবে কর্তারা একটি তালিকা তৈরি করে রেখেছেন। বিনিয়োগকারী সংস্থা তাঁদের থেকে দল গড়ার ব্যাপারে কোনও সাহায্য চাইলে সেই তালিকা তাঁদের দেবেন লাল-হলুদের কর্তারা। এমনটাই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
আরও পড়ুন- বায়োপিক হলে কোন নায়ক তাঁর চরিত্রে অভিনয় করবেন! জানিয়ে দিলেন নীরজ চোপড়া
সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে নিজেদের পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে লেখা হয়েছে, ‘‘ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই ওনার সব সময়ে আমাদের পাশে থাকার জন্য ৷ পাশাপাশি ক্লাব সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের ক্লাবের প্রতি এত ভালোবাসার জন্য ৷ যদিও হাতে কম সময় রয়েছে, আমরা তাও চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে ৷ লাল-হলুদের পতাকা এমনই সর্বদা উঁচুতে উড়তে থাকুক ! ’’
গত বছরের আইএসএল শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত চুক্তিতে ক্লাব কর্তাদের সই নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টসের টানাপোড়েন চলছিল৷ গত সোমবার ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ ৷ কারণ গত বছর তাঁর উদ্যোগেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছিল সিমেন্ট নির্মাতা সংস্থাটি ৷ কিন্তু মুখ্যমন্ত্রী তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জানার পরই সিদ্ধান্ত বদলায় শ্রী সিমেন্টস ৷ ইস্টবেঙ্গলের জট কাটাতে বুধবার সবপক্ষকে নিয়েই নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েক মিনিটের মধ্যেই গত কয়েক মাস ধরে চলা জটের অবসান হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Mamata Banerjee