East Bengal | Mamata Banerjee: ‘এবার হবে খেলা শুরু...’ মুখ্যমন্ত্রী ও ক্লাব সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট ইস্টবেঙ্গলের

Last Updated:

East Bengal: মুখ্যমন্ত্রী তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জানার পরই সিদ্ধান্ত বদলায় শ্রী সিমেন্টস ৷ ইস্টবেঙ্গলের জট কাটাতে বুধবার সবপক্ষকে নিয়েই নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কেটেছে ইস্টবেঙ্গলের চুক্তি জট ৷ শ্রী সিমেন্টস এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তাদের নিয়ে বৈঠকের পর বুধবার নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, এ বছরের আইএসএল-এ ইস্টবেঙ্গল খেলছে ৷ চুক্তি জট কাটিয়ে সমাধান সূত্র বের করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দু' পক্ষই ৷
সেইসঙ্গে আইএসএলের সঙ্গে কলকাতা লিগেও শক্তিশালী দল গড়বে ইস্টবেঙ্গল। জানালেন কর্তারা। যদিও দল গড়ার কাজ বিনিয়োগকারী সংস্থার। তবে কর্তারা একটি তালিকা তৈরি করে রেখেছেন। বিনিয়োগকারী সংস্থা তাঁদের থেকে দল গড়ার ব্যাপারে কোনও সাহায্য চাইলে সেই তালিকা তাঁদের দেবেন লাল-হলুদের কর্তারা। এমনটাই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে নিজেদের পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে লেখা হয়েছে, ‘‘ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই ওনার সব সময়ে আমাদের পাশে থাকার জন্য ৷ পাশাপাশি ক্লাব সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের ক্লাবের প্রতি এত ভালোবাসার জন্য ৷ যদিও হাতে কম সময় রয়েছে, আমরা তাও চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে ৷ লাল-হলুদের পতাকা এমনই সর্বদা উঁচুতে উড়তে থাকুক ! ’’
advertisement
গত বছরের আইএসএল শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত চুক্তিতে ক্লাব কর্তাদের সই নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টসের টানাপোড়েন চলছিল৷ গত সোমবার ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় শ্রী সিমেন্টস কর্তৃপক্ষ ৷ কারণ গত বছর তাঁর উদ্যোগেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছিল সিমেন্ট নির্মাতা সংস্থাটি ৷ কিন্তু মুখ্যমন্ত্রী তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জানার পরই সিদ্ধান্ত বদলায় শ্রী সিমেন্টস ৷ ইস্টবেঙ্গলের জট কাটাতে বুধবার সবপক্ষকে নিয়েই নবান্নে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েক মিনিটের মধ্যেই গত কয়েক মাস ধরে চলা জটের অবসান হয়৷
advertisement
দৃশ্যতই খুশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শ্রী সিমেন্টসের সিদ্ধান্তে ভেঙে পড়েছিলাম৷  শেষ মুহূর্তে অংশগ্রহণ আটকে গেলে কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক কোথায় যাবে? কিন্তু আজ আমি খুবই খুশি৷ আমার ধারণা ইস্টবেঙ্গল আইএসএল খেললে মোহনবাগান সমর্থকরাও খুশি হবে৷’’
যদিও কী শর্তে শেষ পর্যন্ত জট কাটল, তা এখনও স্পষ্ট নয়৷ ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারও এ বিষয়ে কিছু বলতে চাননি৷ মুখ্যমন্ত্রীর সামনে অবশ্য শ্রী সিমেন্টসের প্রতিনিধিরা জানিয়ে দেন, তাঁরা ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকছেন৷ শ্রী সিমেন্টেস-এর প্রতিনিধি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যখন বিষয়টা দেখছেন তখন আমরা অংশগ্রহণ করব৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal | Mamata Banerjee: ‘এবার হবে খেলা শুরু...’ মুখ্যমন্ত্রী ও ক্লাব সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement