Neeraj Chopras Wish Randeep Hooda Play His Role: বায়োপিক হলে কোন নায়ক তাঁর চরিত্রে অভিনয় করবেন! জানিয়ে দিলেন নীরজ চোপড়া

Last Updated:
বায়োপিকে নিজের চরিত্রে কাকে বেছে নিলেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)।
1/5
ধোনি, মেরি কমদের মতো তাঁরও বায়োপিক হয়তো হবে কোনও এক দিন! আর সেটা হলে কােন বলিউড অভিনেতাকে তাঁর চরিত্রে অভিনয় করবেন! জানিয়ে দিলেন নীরজ চোপড়া।
ধোনি, মেরি কমদের মতো তাঁরও বায়োপিক হয়তো হবে কোনও এক দিন! আর সেটা হলে কােন বলিউড অভিনেতাকে তাঁর চরিত্রে অভিনয় করবেন! জানিয়ে দিলেন নীরজ চোপড়া।
advertisement
2/5
সম্প্রতি আর্মি স্পোর্টস ইন্সটিটিউটে টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে গিয়ে দেখা করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। দুজন একসঙ্গে ছবিও পোস্ট করেছেন।
সম্প্রতি আর্মি স্পোর্টস ইন্সটিটিউটে টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে গিয়ে দেখা করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। দুজন একসঙ্গে ছবিও পোস্ট করেছেন।
advertisement
3/5
নীরজ জানিয়েে দিয়েছেন, তাঁর বায়োপিক হলে রণদীপ হুডাকেই নিজের চরিত্রে দেখতে চান।
নীরজ জানিয়েে দিয়েছেন, তাঁর বায়োপিক হলে রণদীপ হুডাকেই নিজের চরিত্রে দেখতে চান।
advertisement
4/5
নীরজ আরও জানিয়েছেন, রণদীপ হুডা অভিনীত লাল রঙ সিনেমা তাঁর খুব প্রিয়। তিনি সেই সিনেমা একাধিকবার দেখেছেন।
নীরজ আরও জানিয়েছেন, রণদীপ হুডা অভিনীত লাল রঙ সিনেমা তাঁর খুব প্রিয়। তিনি সেই সিনেমা একাধিকবার দেখেছেন।
advertisement
5/5
অলিম্পিক্সে সোনা জয়ের পর অসুস্থ হয়ে পড়েছিলেন নীরজ। তবে এখন তিনি সুস্থ। ইতিমধ্যে ট্রেনিংয়েও ফিরেছেন তিনি।
অলিম্পিক্সে সোনা জয়ের পর অসুস্থ হয়ে পড়েছিলেন নীরজ। তবে এখন তিনি সুস্থ। ইতিমধ্যে ট্রেনিংয়েও ফিরেছেন তিনি।
advertisement
advertisement
advertisement