কোপা আমেরিকায় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা, ভাইরাল ভিডিও

Last Updated:

CONMEBOL একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইতিহাসের অন্যতম বড় প্লেয়ারকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি৷ ’’

diego maradona gets a tribute at argentina's copa america match
diego maradona gets a tribute at argentina's copa america match
#সাওপাওলো: দিয়েগো মারাদোনা (Diego Maradona) জীবনকে কুর্নিশ জানিয়ে এবারের কোপায় নিজেদের অভিযান শুরু করল আর্জেন্টিনা (Argentina) ৷ কোপা আমেরিকায় (Copa America) নিজেদের প্রথম ম্যাচ ছিল চিলির বিরুদ্ধে তার আদে আলোর প্রজেকশনে কুর্নিশ জানানো হল ফুটবল রাজপুত্রের জীবনকে৷
রিও ডি জেনেইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে কোনও ফ্যান ছিলেন না মারাদোনাকে দেওয়া শ্রদ্ধার্ঘ্য দেখার জন্য৷ কিন্তু সম্প্রচারকারী সংস্থা ও সোশ্যাল হ্যান্ডেলে ফ্যানরা এই ভিডিও দেখামাত্র তা ভাইরাল হয়ে গেছে৷ ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে শুধুমাত্র একটি ট্যুইটার হ্যান্ডেল থেকেই৷ আর্জেন্টিনা ফুটবল গ্রেটকে এই সম্বর্ধনা জানান দক্ষিণ আমেরিকা সকারের পরিচলন সংস্থা CONMEBOL৷ গত বছর নভেম্বর মাসে ৬০ বছরে মারা যান মারাদোনা৷
advertisement
CONMEBOL-র সোশ্যাল মিডিয়ায় ৩ মিনটের ভিডিও পোস্ট করেছে, ভিডিওটির শীর্ষক  “Live is Life”৷ এর পিছনে একটি সাউন্ড ট্র্যাক ছিল৷ মারাদোনা যখন নাপোলির জন্য ওয়ার্ম আপ করতেন তার সঙ্গে এই সাউন্ডট্র্যাকটি সম্পর্কিত৷ উয়েফা কাপ সেমিফাইনালে বায়ার্নের বিরুদ্ধে ম্যাচের আগে এটি ১৯৮৯ সালে বেজেছিল৷
advertisement
advertisement
অনুশীলেনের সময় মারাদোনার কিকআপ ছিল, আর যে যে দলের হয়ে তিনি খেলেছেন প্রতিটা জার্সি বদলে বদলে যাচ্ছিল মারাদোনার হলোগ্রাফিক ছবিতে৷ আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়ার্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউওয়েলস ওল্ড বয়েস ও আর্জেন্টিনা ছিল৷
এছাড়াও মারাদোনার কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিও ছিল৷ একটি শিশু নিজের বিশ্বকাপে খেলার ইচ্ছা ব্যক্ত করছিল৷ সেখান থেকে ১৯৮৬ মেক্সিকো প্রেসিডেন্টের হাত থেকে বিশ্বকাপ নেওয়া৷ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গোল৷
advertisement
CONMEBOL একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইতিহাসের অন্যতম বড় প্লেয়ারকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি৷ ’’
গত বছর মারাদোনার মৃত্যুর পর দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি তাঁকে গ্রেটেস্ট এভার বা সর্বকালীন সেরা বলেছিল৷ এরপর ব্রাজিলেএকটি চাঞ্চল্য তৈরি হয়েছিল৷ মারাদোনাকে সকলেই ভালোবাসেন তবে ব্রাজিলে পেলেকে (Pelé ) আরও বড় মনে করা হয়৷
প্রাথমিকভাবে আর্জেন্টিনায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল৷ তাই মারাদোনাকে নিয়ে এই ট্রিবিউট তৈরি হয়েছিল৷ কিন্তু করোনা ভাইরাসের (COVID-19) হঠাৎ করে সংখ্যায় প্রবল বৃদ্ধির কারণে এই খেলা ব্রাজিলে স্থানান্তরিত হয়৷ আর সেখানেই মারাদোনাকে দেখানো হয়৷
advertisement
২০০১ সালে মারাদোনার একটি বোকা জুনিয়ার্সের বক্তব্য দিয়ে এই ভিডিওটি শেষ হয়েছে৷ যা তিনি লা বোমবোনেরা স্টেডিয়ামে বলেছিলেন৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘এই পার্টি যেন কখনই না শেষ হয়, এই যে ভালোবাসা এ যেন কখনই না ফুরোয়৷ ’’প্রজেকশানটি শেষ হয় মারাদোনার জন্মসাল দিয়ে কিন্তু মৃত্যু সাল দিয়ে সেটাকে শেষ না করে সেখানে দেওয়া হয়েছে ইনফিনিটি চিহ্ন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোপা আমেরিকায় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement