এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক সিআরসেভেনের পায়ে, রোনাল্ডোর ফ্রি কিকে এখন মুগ্ধ গোটা বিশ্ব

Last Updated:

রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রোনাল্ডোর পায়ে। সোচিতে তাঁর স্বপ্নের গোলে থমকে গেল স্প্যানিশ আর্মাডা।

#সোচি: রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রোনাল্ডোর পায়ে। সোচিতে তাঁর স্বপ্নের গোলে থমকে গেল স্প্যানিশ আর্মাডা। স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্বকাপে মেসিকে ছাপিয়ে গেলেন সিআর সেভেন।
ইদের আগে মুক্তি পেয়েছে রেস থ্রি। বক্স অফিসে সলমন খানের এই ছবির কালেকশন কত হবে, তা হয়তো সময় বলবে। কিন্তু শুক্রবার রাতে স্পেন বনাম পর্তুগাল ম্যাচে পয়সা অসুল করে নিল সোচি। সৌজন্যে বিশ্ব ফুটবলের একমাত্র রকস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
advertisement
ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে হঠাৎ করেই ফুঁড়ে বেরিয়েছিল তাঁর বিরুদ্ধে দু'বছর আগের কর ফাঁকির মামলা। স্প্যানিশ পত্রিকা দাবি করেছিল, জেল এড়াতে বহু কোটি টাকা জরিমানা দিতে রাজি হয়েছেন রোনাল্ডো। ওয়াকিবহাল মহলের দাবি, সিআর সেভেনকে রুখতে এও ছিল এক ছক। কিন্তু ফোকাস নড়ল না। বরং স্পেনের বিরুদ্ধে আরও অপ্রতিরোধ্য, আরও ভয়ঙ্কর রোনাল্ডো।
advertisement
DfweWIkW0AEMZJi
গোল করলেন। গোল করার মতো পরিস্থিতিও তৈরি করেছিলেন। কেরিয়ারের ১৫১তম আন্তর্জাতিক ম্যাচে এই নিয়ে তাঁর ষষ্ঠ হ্যাটট্রিক। এই বিশ্বকাপে প্রথম। বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে তিনিই প্রথম যিনি হ্যাটট্রিক করলেন। দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৫১। সেইসঙ্গে বিশ্বকাপে গোলের নিরিখে পিছনে ফেলে দিলেন লিও মেসিকে। পরিসংখ্যান নয়, আপাতত সোচির মৌতাত নিতে চান রোনাল্ডো। নেতার দাবি, এই পারফরম্যান্স টিম গেমের ফসল। আর ম্যাচ শেষে পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোসের দাবি, তিনি গর্বিত কারণ বিপ্লবের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক সিআরসেভেনের পায়ে, রোনাল্ডোর ফ্রি কিকে এখন মুগ্ধ গোটা বিশ্ব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement