রোনাল্ডোর হ্যাটট্রিকে তিকিতাকার ছন্দপতন, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল পর্তুগাল
Last Updated:
পর্তুগাল: ৩ ( রোনাল্ডো- ৪, ৪৪, ৮৮ ), স্পেন: ৩ ( দিয়েগো কোস্তা-২৪, ৫৫, ন্যাচো-৫৮ )
পর্তুগাল: ৩ ( রোনাল্ডো- ৪’, ৪৪’, ৮৮’ )
স্পেন: ৩ ( দিয়েগো কোস্তা-২৪’, ৫৫’, ন্যাচো-৫৮’ )
#সোচি: পর্তুগাল বরাবরই খুব রোনাল্ডো নির্ভর ৷ পর্তুগাল হল ‘ওয়ান ম্যান আর্মি’ ৷ রোনাল্ডো আটকে গেলেই পর্তুগাল শেষ ৷ এমন নানা মন্তব্যই ফিগো-ডেকো পরবর্তী পর্তুগিজ দল সম্পর্কে শোনা যায় ৷ শুক্রবার সোচিতে যে রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল, সেখানেও ঠিক যেন এই কথাগুলিই খাটে ৷ একটা দলকে একা কীভাবে টানতে হয়, সেটা এদিন ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ‘শোলে’ ছবির বিখ্যাত সংলাপের মতো করে বলতে গেলে, ‘‘ যবতক রোনাল্ডো কা প্যার চলেগা, তবতক পর্তুগাল চলেগা.... ৷’’
advertisement
advertisement
শুক্রবার সুয়ারেজের উরুগুয়ে বা সালাহ-র মিশর মাঠে নামলেও এদিন একটা ম্যাচের দিকেই নজর ছিল সবার ৷ সেটা হল স্পেন বনাম পর্তুগাল ৷ এই দু’দলই এবছর বিশ্বকাপ জেতার অন্যতম বড় দাবিদার ৷ পর্তুগাল দলে সিআরসেভেনের মতো একজন মহাতারকা থাকলেও ফুটবল বিশেষজ্ঞরা এদিন ম্যাচে সামান্য হলেও এগিয়ে রেখেছিলেন স্পেনকেই ৷ ম্যাচ শেষপর্যন্ত ড্র হলেও সমর্থকদের হতাশ হতে হয়নি ৷ অসাধারণ ৯০ মিনিট তাঁদের উপহার দিয়েছেন দু’দলের ফুটবলাররা ৷
advertisement
ম্যাচের চতুর্থ মিনিটেই বক্সের ভিতর রোনাল্ডোকে ফাউল করে পর্তুগালকে পেনাল্টি উপহার দেন স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো ৷ সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি সিআরসেভেন ৷ সেই গোল অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি পর্তুগাল ৷ ম্যাচের ২৪ মিনিটে স্পেনকে সমতায় ফেরান দিয়েগো কোস্তা ৷ কিন্তু প্রথমার্ধেই আরও নাটক অপেক্ষা করছিল ৷ ৪৪ মিনিটে ফের গোল রোনাল্ডোর ৷ স্কোরলাইন পর্তুগাল ২, স্পেন ১ ৷
advertisement
বিরতিতে ২-১-এ এগিয়ে থেকে হাসিমুখে পর্তুগিজরা মাঠ ছাড়লেও স্প্যানিশরা এদিন তাঁদের ছেড়ে দেওয়ার পাত্র ছিল না ৷ ৫৫ মিনিটে ফের গোল করেন কোস্তা ৷ যার তিন মিনিট পরেই দুরপাল্লার শটে দুরন্ত গোল ন্যাচোর ৷ এবার স্কোরলাইন পর্তুগাল ২, স্পেন ৩ ৷
advertisement
বিশ্বকাপে নিজের প্রথম গোল করে স্পেনের জয় প্রায় নিশ্চিত করেই ফেলেছিলেন ন্যাচো ৷ এ যেন পর্তুগালকে নিজের ভুলে পেনাল্টি উপহার দেওয়ার প্রায়শ্চিত্ত ৷ তিকিতাকার ছন্দে তখন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে স্পেন ৷ ৮৭ মিনিটে আবার ফাউল ৷ এবার বক্সের সামান্য বাইরে ৷ স্প্যানিশ আর্মাডাদের বিশাল ওয়াল ভেদ করে সিআরসেভেন কী কোনও চমক দেখাতে পারবেন ? এই প্রশ্নই তখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে ৷ এর এক মিনিট পরেই রোনাল্ডো ম্যাজিক ৷ ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে নিজের ট্রেডমার্ক স্টাইলে সেলিব্রেশন ৷ গোটা মাঠ তখন মন্ত্রমুগ্ধ রোনাল্ডো জাদুতে ৷ বিশ্বকাপের দ্বিতীয় দিনে প্রথম ‘বড় ম্যাচ’ কিন্তু সুপার-ডুপার হিট ৷
advertisement
Location :
First Published :
June 16, 2018 1:42 AM IST