রোনাল্ডোর হ্যাটট্রিকে তিকিতাকার ছন্দপতন, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল পর্তুগাল

Last Updated:

পর্তুগাল: ৩ ( রোনাল্ডো- ৪, ৪৪, ৮৮ ), স্পেন: ৩ ( দিয়েগো কোস্তা-২৪, ৫৫, ন্যাচো-৫৮ )

পর্তুগাল: ৩ ( রোনাল্ডো- ৪’, ৪৪’, ৮৮’ )
স্পেন: ৩ ( দিয়েগো কোস্তা-২৪’, ৫৫’, ন্যাচো-৫৮’ )
#সোচি: পর্তুগাল বরাবরই খুব রোনাল্ডো নির্ভর ৷ পর্তুগাল হল ‘ওয়ান ম্যান আর্মি’ ৷ রোনাল্ডো আটকে গেলেই পর্তুগাল শেষ ৷ এমন নানা মন্তব্যই ফিগো-ডেকো পরবর্তী পর্তুগিজ দল সম্পর্কে শোনা যায় ৷ শুক্রবার সোচিতে যে রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল, সেখানেও ঠিক যেন এই কথাগুলিই খাটে ৷ একটা দলকে একা কীভাবে টানতে হয়, সেটা এদিন ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ‘শোলে’ ছবির বিখ্যাত সংলাপের মতো করে বলতে গেলে, ‘‘ যবতক রোনাল্ডো কা প্যার চলেগা, তবতক পর্তুগাল চলেগা.... ৷’’
advertisement
advertisement
শুক্রবার সুয়ারেজের উরুগুয়ে বা সালাহ-র মিশর মাঠে নামলেও এদিন একটা ম্যাচের দিকেই নজর ছিল সবার ৷ সেটা হল স্পেন বনাম পর্তুগাল ৷ এই দু’দলই এবছর বিশ্বকাপ জেতার অন্যতম বড় দাবিদার ৷ পর্তুগাল দলে সিআরসেভেনের মতো একজন মহাতারকা থাকলেও ফুটবল বিশেষজ্ঞরা এদিন ম্যাচে সামান্য হলেও এগিয়ে রেখেছিলেন স্পেনকেই ৷ ম্যাচ শেষপর্যন্ত ড্র হলেও সমর্থকদের হতাশ হতে হয়নি ৷ অসাধারণ ৯০ মিনিট তাঁদের উপহার দিয়েছেন দু’দলের ফুটবলাররা ৷
advertisement
ম্যাচের চতুর্থ মিনিটেই বক্সের ভিতর রোনাল্ডোকে ফাউল করে পর্তুগালকে পেনাল্টি উপহার দেন স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো ৷ সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি সিআরসেভেন ৷ সেই গোল অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি পর্তুগাল ৷ ম্যাচের ২৪ মিনিটে স্পেনকে সমতায় ফেরান দিয়েগো কোস্তা ৷ কিন্তু প্রথমার্ধেই আরও নাটক অপেক্ষা করছিল ৷ ৪৪ মিনিটে ফের গোল রোনাল্ডোর ৷ স্কোরলাইন পর্তুগাল ২, স্পেন ১ ৷
advertisement
Dfwc27HW0AAs0q-
বিরতিতে ২-১-এ এগিয়ে থেকে হাসিমুখে পর্তুগিজরা মাঠ ছাড়লেও স্প্যানিশরা এদিন তাঁদের ছেড়ে দেওয়ার পাত্র ছিল না ৷ ৫৫ মিনিটে ফের গোল করেন কোস্তা ৷ যার তিন মিনিট পরেই দুরপাল্লার শটে দুরন্ত গোল ন্যাচোর ৷ এবার স্কোরলাইন পর্তুগাল ২, স্পেন ৩ ৷
advertisement
বিশ্বকাপে নিজের প্রথম গোল করে স্পেনের জয় প্রায় নিশ্চিত করেই ফেলেছিলেন ন্যাচো ৷ এ যেন পর্তুগালকে নিজের ভুলে পেনাল্টি উপহার দেওয়ার প্রায়শ্চিত্ত ৷ তিকিতাকার ছন্দে তখন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে স্পেন ৷ ৮৭ মিনিটে আবার ফাউল ৷ এবার বক্সের সামান্য বাইরে ৷ স্প্যানিশ আর্মাডাদের বিশাল ওয়াল ভেদ করে সিআরসেভেন কী কোনও চমক দেখাতে পারবেন ? এই প্রশ্নই তখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে ৷ এর এক মিনিট পরেই রোনাল্ডো ম্যাজিক ৷  ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে নিজের ট্রেডমার্ক স্টাইলে সেলিব্রেশন ৷ গোটা মাঠ তখন মন্ত্রমুগ্ধ রোনাল্ডো জাদুতে ৷ বিশ্বকাপের দ্বিতীয় দিনে প্রথম ‘বড় ম্যাচ’ কিন্তু সুপার-ডুপার হিট ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোর হ্যাটট্রিকে তিকিতাকার ছন্দপতন, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল পর্তুগাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement