নীল সমুদ্রের মাঝে বান্ধবী জর্জিনাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডো

Last Updated:

নীল সমুদ্রের মাঝে ফিরে গেলেন তিনি। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো

নীল সমুদ্রের মাঝে রোমান্টিক রোনাল্ডো
নীল সমুদ্রের মাঝে রোমান্টিক রোনাল্ডো
#মাদেইরা: নীল সমুদ্রের মাঝে ফিরে গেলেন তিনি। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লাক্সারি ইয়টের ডেকে রোদ পোহাচ্ছে রোনাল্ডো পরিবার। তলায় ক্যাপশন লিখেছেন, 'ভালোবাসার মানুষদের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় '। অতীতেও কখনও স্পেনের ইবিজা, কখনও ফ্রান্সের সেন্ট টপাজ, কখনও নিজের দেশ পর্তুগালের মাদেইরা সমুদ্র সৈকতে রোনাল্ডোর ছুটি কাটানোর ছবি অনেকবার দেখা গিয়েছে।
সম্প্রতি ইউরো কাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে শেষ আটে উঠতে পারেনি তাঁরা। ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে রোনাল্ডোর শেষ ইউরো কাপের বিদায় পর্ব। প্রচুর সুযোগ তৈরি করেও সেদিন গোল করতে পারেনি পর্তুগাল। খেলা শেষে অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ফেলে দিলেন পর্তুগিজ তারকা। একবার হতাশ চোখে গ্যালারির দিকে দেখলেন। তারপর হারিয়ে গেলেন টানেলের ভেতর।
advertisement
advertisement
আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের ইউরোর মঞ্চ থেকে বিদায় আরও রঙিন হতে পারত। কিন্তু আর আক্ষেপ নেই পর্তুগিজ কিংবদন্তির। ফুটবলে ভাগ্য একটা বড় ফ্যাক্টর জানেন তিনি। তাই যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করেন না। বরং জীবন উপভোগ করেন।
পরের বছর কাতার বিশ্বকাপে আবার দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক মঞ্চে শেষবারের জন্য। কদিন পরেই যোগ দেবেন ক্লাব ফুটবলে। আবার সেই সকালে অনুশীলন, তারপর ম্যাচ, রিকভারি, আবার ম্যাচ। শুরু হয়ে যাবে চেনা রুটিন। তাই তার আগে শরীর এবং মনের আনন্দ করে ব্যাটারি রিচার্জ করে নিচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নীল সমুদ্রের মাঝে বান্ধবী জর্জিনাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডো
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement