Euro 2020: পর্তুগাল ছিটকে গেলেও সোনার বুট জিততে পারেন রোনাল্ডো

Last Updated:

গোলসংখ্যায় রোনালদোর সঙ্গে একই জায়গায় রয়েছেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। তাঁরও পাঁচ গোল। কিন্তু অ্যাসিস্ট নেই

#লন্ডন: পর্তুগাল ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল। নিজের জীবনের শেষ ইউরো কাপ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেক ফুটবল ভক্তদের মন খারাপ। পরের বছর কাতার বিশ্বকাপের পর হয়তো পর্তুগাল জার্সিতে আর দেখা যাবে না মহাতারকাকে। কিন্তু তাঁর ভক্তদের জন্য একটা সুখবর থাকতে পারে। সোনার বুট সম্ভবত পেতে চলেছেন রোনাল্ডো।
পাঁচটি গোল করেছিলেন এই টুর্ণামেন্টে। তার মধ্যে একটি অ্যাসিস্ট আছে এবং একটি পেনাল্টি আদায় করেছিলেন তিনি। গোলসংখ্যায় রোনালদোর সঙ্গে একই জায়গায় রয়েছেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। তাঁরও পাঁচ গোল। কিন্তু অ্যাসিস্ট নেই। তাই উয়েফার নিয়ম অনুযায়ী গোল সংখ্যা এক হলে দুজনকে আলাদা করার প্রথম মাপকাঠি অ্যাসিস্ট সংখ্যা। দ্বিতীয় মাপকাঠি মাঠে কত কম সময়ে গোল করেছেন সেই ফুটবলার। দুটি ক্ষেত্রেই অ্যাডভান্টেজ রোনাল্ডো।
advertisement
advertisement
এই নিয়ম মেনেই অতীতে গোল্ডেন বুট জিতেছিলেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। চারটি করে গোল করেছিলেন করিম বেনজেমা, রোমেলু লুকাকু, ফ্রসবার্গ। এঁরা প্রত্যেকেই বিদায় নিয়েছেন। তিনটি করে গোল রয়েছে ইংল্যান্ডের হ্যারি কেন, রহিম স্টার্লিং এবং ডেনমার্কের ডলবার্গ। এঁরা টুর্নামেন্ট টিকে রয়েছে। এঁদের মধ্যে যদি কেউ রোনাল্ডোকে টপকাতে না পারেন তাহলে পর্তুগিজ তারকার সোনার বুট কেউ আটকাতে পারবে না।
advertisement
রোনাল্ডো ব্যালন ডি'অর সহ বিভিন্ন দেশের লিগে একাধিকবার ব্যক্তিগত পুরস্কার জিতলেও ফিফার গোল্ডেন বুট পাননি। ব্রাজিল বিশ্বকাপে জেমস রদ্রিগেজ এবং রাশিয়া বিশ্বকাপে হ্যারি কেন পেয়েছিলেন সোনার বুট। শেষ দুটি ইউরো কাপে এই সম্মান পেয়েছিলেন ফার্নান্দো তোরেস এবং ফ্রান্সের গ্রিজম্যান। রোনাল্ডোর এই তালিকায় যুক্ত হন কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: পর্তুগাল ছিটকে গেলেও সোনার বুট জিততে পারেন রোনাল্ডো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement