#মারাকানা : ১৯৯৫ সালের পর ফের একবার লাতিন আমেরিকা সেরা হল ব্রাজিল ৷ মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল আদেওনর লিওনার্দো বাচি-র ছেলেরা ৷
এদিন খেলার ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এভারটন ৷ ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান গুরেরিও ৷ তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গ্যাব্রিয়েল হাসুস ৷ তিনি প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করেন ৷ ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল ৷
এদিকে দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ছিল সাম্বা বাহিনী ৷ এরপর অবশ্য হাসুস লাল কার্ড দেখেন ৷ ৯০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল ৷ রিচার্লিসন ৷ ফলে পেরুকে বধ করে চ্যাম্পিয়ন হল ব্রাজিল ৷
আরও দেখুন
.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Brazil Football Team, Copa America 2019, কোপা আমেরিকা ২০১৯, ব্রাজিল