Copa America: Uruguay vs Chile: উদ্দাম জীবনে বায়োবাবল ভাঙা, এরপর ম্যাচে যা করল চিলি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফুটবল মাঠ ও মাঠের বাইরের স্ক্যান্ডাল সবকিছু নিয়ে সরগরম চিলি স্কোয়াড৷
#কুলবা: করোনা ভাইরাসের দাপটে যেখান স্বাভাবিক জীবন বিপর্যস্ত , টুর্নামেন্ট চলাকালীন বায়োবাবলই যখন সুরক্ষার বড় ভরসা, সেখানে তাই ভেঙে কোপা আমেরিকা চলাকালীন সংবাদ শিরোনামে চিলি! টিম হোটেলে এর আগে হেয়ার স্টাইলিস্ট ডেকে বিপাকে পড়েছিলেন আর্তুরো ভিদাল ও মেডেল৷ জরিমানা হওয়ার পরেও তার জ্ঞানচক্ষু খোলেনি৷ এরপর টিম হোটেলে মেয়ে ডেকে পার্টি করে চিলি দলের প্রায় ৫-৬ ফুটবলার৷ এর জেরে কোপা কর্তৃপক্ষের বড়সড় শাস্তির মুখে পড়তে পারে চিলি দল৷
এই অবস্থায় উরুগুয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল চিলি৷ এই ড্রয়ের সৌজন্যেও চিলি নিজেই৷ আর্তুরো ভিদালের (Arturo Vidal) আত্মঘাতী গোলে সমতা ফেরায় উরুগুয়ে৷ লাগাতার পাঁচ ম্যাচ কোনও গোল না করার পর উরুগুয়ের এটাই নিজের নামের পাশে প্রথম গোল৷
¡SIEMPRE LUCHO! Luis Suárez la desvió y marcó el empate de @Uruguay ante @LaRoja. ¡1-1 en Cuiabá! 🇺🇾 Uruguay 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/TV3JLEkZ7k — Copa América (@CopaAmerica) June 21, 2021
advertisement
advertisement
এদিন ২৬ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় চিলি৷ চিলির হয়ে গোল করে ভার্গাস৷
#CopaAmérica 🏆@LaRoja está venciendo 1-0 a @Uruguay en Cuiabá y esto fue lo más destacado del primer tiempo. 🇺🇾 Uruguay 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/XPMNS9WCcE
— Copa América (@CopaAmerica) June 21, 2021
advertisement
১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করার পর হঠাৎই দ্বিতায়ার্ধে আর্তুরো ভিদালের গোলে ১-১ হয়ে যায় উরুগুয়ে, চিলির তারকা ফুটবলার নিজেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন৷ এবারের টুর্নামেন্টে তারকা সুয়ারেজ ও তাঁর দল দুটোই বড় নিষ্প্রভ৷
🤯 @LuisSuarez9 #VibraElContinente #CopaAmérica pic.twitter.com/eO4w0pUHln
— Copa América (@CopaAmerica) June 21, 2021
advertisement
এদিকে চিলি নিজেদের গ্রুপের দু নম্বরে রয়েছে৷ উরুগুয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হার দিয়ে শুরু করেছে৷ অন্যদিকে চিলি আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ ড্র করার পর বলিভিয়ার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় অর্জন করেছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2021 9:13 AM IST