Copa America: Uruguay vs Chile: উদ্দাম জীবনে বায়োবাবল ভাঙা, এরপর ম্যাচে যা করল চিলি

Last Updated:

ফুটবল মাঠ ও মাঠের বাইরের স্ক্যান্ডাল সবকিছু নিয়ে সরগরম চিলি স্কোয়াড৷

Copa America: Uruguay vs Chile match has been draw - Photo Courtesy- Copa America/ Twitter
Copa America: Uruguay vs Chile match has been draw - Photo Courtesy- Copa America/ Twitter
#কুলবা: করোনা ভাইরাসের দাপটে যেখান স্বাভাবিক জীবন বিপর্যস্ত , টুর্নামেন্ট চলাকালীন বায়োবাবলই যখন সুরক্ষার বড় ভরসা, সেখানে তাই ভেঙে কোপা আমেরিকা চলাকালীন সংবাদ শিরোনামে চিলি! টিম হোটেলে এর আগে হেয়ার স্টাইলিস্ট ডেকে বিপাকে পড়েছিলেন আর্তুরো ভিদাল ও মেডেল৷ জরিমানা হওয়ার পরেও তার জ্ঞানচক্ষু খোলেনি৷ এরপর টিম হোটেলে মেয়ে ডেকে পার্টি করে চিলি দলের প্রায় ৫-৬ ফুটবলার৷ এর জেরে কোপা কর্তৃপক্ষের বড়সড় শাস্তির মুখে পড়তে পারে চিলি দল৷
এই অবস্থায় উরুগুয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল চিলি৷ এই ড্রয়ের সৌজন্যেও চিলি নিজেই৷  আর্তুরো ভিদালের (Arturo Vidal) আত্মঘাতী গোলে সমতা ফেরায় উরুগুয়ে৷ লাগাতার পাঁচ ম্যাচ কোনও গোল না করার পর উরুগুয়ের এটাই নিজের নামের পাশে প্রথম গোল৷
advertisement
advertisement
এদিন ২৬ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় চিলি৷ চিলির হয়ে গোল করে ভার্গাস৷
advertisement
১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করার পর হঠাৎই দ্বিতায়ার্ধে আর্তুরো ভিদালের গোলে ১-১ হয়ে যায় উরুগুয়ে, চিলির তারকা ফুটবলার নিজেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন৷ এবারের টুর্নামেন্টে তারকা সুয়ারেজ ও তাঁর দল দুটোই বড় নিষ্প্রভ৷
advertisement
এদিকে চিলি নিজেদের গ্রুপের দু নম্বরে রয়েছে৷ উরুগুয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হার দিয়ে শুরু করেছে৷ অন্যদিকে চিলি আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ ড্র করার পর বলিভিয়ার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় অর্জন করেছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Uruguay vs Chile: উদ্দাম জীবনে বায়োবাবল ভাঙা, এরপর ম্যাচে যা করল চিলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement