Copa America: Brazil vs Peru ম্যাচে দুরন্ত Neymar, ৪-০ গোলে জিতল ব্রাজিল

Last Updated:

এদিকে নেইমার একদিন আগেই ব্রাজিলিয়ান অলিম্পিক স্কোয়াড থেকে বাদ পড়েন৷ ২০১৬-র রিও অলিম্পিক্সে সোনা জিতেছিল ব্রাজিল৷ মার্কুইনোহসও এদিন ব্রাজিলের টোকিও অলিম্পিক্স (Tokyo Olympic Games) থেকে বাদ পড়েন৷

Neymar scores against Peru in Copa America Match - Photo Courtesy- Copa America/ Twitter
Neymar scores against Peru in Copa America Match - Photo Courtesy- Copa America/ Twitter
#রিও: পরপর দু‘টি ম্যাচে জয়, নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে ব্রাজিল৷  ভারতীয় সময় অনুযায়ি শুক্রবার ভোরে ম্যাচ ছিল ব্রাজিল বনাম পেরুর৷ এদিন ধারেভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষ পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাম্বা বাহিনী৷ 
পেরুর পরের ম্যাচ ২০ জুন প্রতিপক্ষ কলম্বিয়া আর ব্রাজিলও খেলবে পরের ম্যাচ কলম্বিয়ারই বিরুদ্ধে৷ তাদের ম্যাচের তারিখ ২৩ জুন৷  ব্রাজিল রিওতে এদিন শুরু থেকে আত্মবিশ্বাসী ছিল৷ ম্যাচের ১২ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল৷ 
advertisement
advertisement
advertisement
এরপরেও মুহূর্মুহু আক্রমণ শানাতে থাকে ব্রাজিল৷ কিন্তু প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি৷ ১-০ গোলে এগিয়ে ফার্স্ট হাফে খেলা শেষ করে Adenor Leonardo Bacchi -র ছেলেরা৷
advertisement
এদিকে আগুনে আক্রমণ শানানো নেইমারকে নিজের নামের পাশের গোলের জন্য অপেক্ষা করতে হল ৬৮ মিনিট অবধি৷ তাঁর গোলেই স্কোরলাইন হয় ২-০৷  এদিন বক্সের বাইরে থেকে গোল করে যান তিনি ৷
শুরু থেকেই টলমল পেরু  ২-০ পিছিয়ে যাওয়ার পর আরও ম্যাচ থেকে পিছিয়ে পড়তে থাকে৷ এদিন ৮৯ মিনিটে গোল করেন এভারটন রিবেইরো এবং সংযুক্ত সময়ের ৯৩ মিনিটে গোল করেন রিচারলিসন৷ দেখে নিন পেরু -র বিরুদ্ধে ব্রাজিল ম্যাচের সবকটি গোল ৷
advertisement
 এদিকে নেইমার একদিন আগেই ব্রাজিলিয়ান অলিম্পিক স্কোয়াড থেকে বাদ পড়েন৷ ২০১৬-র রিও অলিম্পিক্সে সোনা জিতেছিল ব্রাজিল৷ মার্কুইনোহসও এদিন ব্রাজিলের টোকিও অলিম্পিক্স  (Tokyo Olympic Games) থেকে বাদ পড়েন৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Brazil vs Peru ম্যাচে দুরন্ত Neymar, ৪-০ গোলে জিতল ব্রাজিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement