Copa America: Argentina vs Paraguay: জয়ের ধারা অব্যহত মেসিদের, পৌঁছল নকআউটে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন Argentina vs Paraguay ম্যাচের গোল ও অন্য গুরুত্বপূর্ণ মুহূ্র্তগুলো, রইল ভিডিও৷
#ব্রাসিলিয়া: লম্বা সময়ের বিরতির পরে কোপায় ফের ম্যাচ ছিল আর্জেন্টিনার৷ আর তাতেও জয়ের ধারা বজায় রাখল লিও মেসি এন্ড কোং৷ এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা৷ গত বৃহস্পতিবার চিলি-র (Chile) বিরুদ্ধে জয় পেয়েছিল অ্যালবিসেলেস্তারা৷
দ্বিতীয়ার্ঝে তারা ম্যাচের সেরা ফর্মে না থাকলেও আর্জেন্টাইন রক্ষণের দুই সেনা মলিনা (Molina) ও ক্রিস্টিয়ান রমেরো (Cristian Romero ) -র সৌজন্যে আর্জেন্টিনা গোল খেয়ে যায়নি৷ এদিন ম্যাচের দশ মিনিটে প্যারাগুয়ে রক্ষণের গাফিলতির সুযোগ নিয়ে গোল করেন আলেজান্দ্রো গোমেজ ( Alejandro Gomez) ৷ এর ফলে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়৷
advertisement
advertisement
¡Golazo albiceleste! Ángel Di María lo habilitó y el Papu Gómez definió con gran calidad para el 1-0 de @Argentina sobre la @Albirroja 🇦🇷 Argentina 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/VcKUq9CUso — Copa América (@CopaAmerica) June 22, 2021
advertisement
রাইট উইং থেকে ওঠা আক্রমণকে গোলে কনভার্ট করেন আলেজান্দ্রো গোমেজ৷ এক গোলে পিছিয়ে পরা প্যারাগুয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে৷ কারণ এরপর বল পজেশান থেকে শুরু করে গোলমুখী আক্রমণ সবকিছুর পরিসংখ্যানেই তারা আর্জেন্টিনার থেকে এগিয়ে৷ কিন্তু কাজের কাজ করতে পারেনি ফলে খোলেনি গোলমুখ৷
#CopaAmérica 🏆@Argentina está venciendo 1-0 a la @Albirroja por el Grupo A de la CONMEBOL #CopaAmérica y esto fue lo mejor del primer tiempo
🇦🇷 Argentina 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/51qkisnMau — Copa América (@CopaAmerica) June 22, 2021
advertisement
এদিকে এদিনের ম্যাচের জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে গেল আর্জেন্টিনা৷ এই গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে চিলি৷
এদিনের হারের পর প্যারাগুয়ে এই গ্রুপের তিন নম্বরে রয়ে গেল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2021 8:07 AM IST