Copa America: Argentina vs Paraguay: জয়ের ধারা অব্যহত মেসিদের, পৌঁছল নকআউটে

Last Updated:

দেখে নিন Argentina vs Paraguay ম্যাচের গোল ও অন্য গুরুত্বপূর্ণ মুহূ্র্তগুলো, রইল ভিডিও৷

Alejandro Gomez scores only goal for Argentina aginst Paraguay- Photo Courtesy- Copa America/ Twitter
Alejandro Gomez scores only goal for Argentina aginst Paraguay- Photo Courtesy- Copa America/ Twitter
#ব্রাসিলিয়া: লম্বা সময়ের বিরতির পরে কোপায় ফের ম্যাচ ছিল আর্জেন্টিনার৷ আর তাতেও জয়ের ধারা বজায় রাখল লিও মেসি এন্ড কোং৷ এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা৷  গত বৃহস্পতিবার চিলি-র (Chile) বিরুদ্ধে জয় পেয়েছিল অ্যালবিসেলেস্তারা৷ 
দ্বিতীয়ার্ঝে তারা ম্যাচের সেরা ফর্মে না থাকলেও আর্জেন্টাইন রক্ষণের দুই সেনা মলিনা (Molina) ও ক্রিস্টিয়ান রমেরো (Cristian Romero ) -র সৌজন্যে আর্জেন্টিনা গোল খেয়ে যায়নি৷ এদিন ম্যাচের দশ মিনিটে প্যারাগুয়ে রক্ষণের গাফিলতির সুযোগ নিয়ে গোল করেন আলেজান্দ্রো গোমেজ ( Alejandro Gomez) ৷ এর ফলে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
রাইট উইং থেকে ওঠা আক্রমণকে গোলে কনভার্ট করেন আলেজান্দ্রো গোমেজ৷  এক গোলে পিছিয়ে পরা প্যারাগুয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে৷ কারণ এরপর বল পজেশান থেকে শুরু করে গোলমুখী আক্রমণ সবকিছুর পরিসংখ্যানেই তারা আর্জেন্টিনার থেকে এগিয়ে৷ কিন্তু কাজের কাজ করতে পারেনি ফলে খোলেনি গোলমুখ৷
advertisement
এদিকে এদিনের ম্যাচের জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে গেল আর্জেন্টিনা৷ এই গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে চিলি৷
এদিনের হারের পর প্যারাগুয়ে এই গ্রুপের তিন নম্বরে রয়ে গেল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Argentina vs Paraguay: জয়ের ধারা অব্যহত মেসিদের, পৌঁছল নকআউটে
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement