Brazil vs Ecuador: ব্রাজিলের বিজয়রথ থামাল ইকুয়েডর, ম্যাচ ড্র ১-১ গোলে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Copa America 2021, Brazil vs Ecuador: ৩৭ মিনিটে এডার মিলিতাতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের হয়ে গোলশোধ করেন অ্যাঞ্জল মেনা ৷
ব্রাজিল: ১ (এডার মিলিতাতো- ৩৭’)
ইকুয়েডর: ১ (অ্যাঞ্জেল মেনা- ৫৩’)
রিও ডি জেনেইরো: শেষ পর্যন্ত ইকুয়েডরের কাছে থামতে হল ব্রাজিলকে ৷ টানা ১১ ম্যাচ জেতার পর অবশেষে থামল ব্রাজিলের বিজয়রথ ৷ রবিবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল ৷
advertisement
¡Lo buscó hasta el final! En la última, Ronald Hernández estuvo cerca del empate de la @SeleVinotinto 🇻🇪 Venezuela 🆚 Perú 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/uKMavLXH1q — Copa América (@CopaAmerica) June 28, 2021
advertisement
৪ ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ১০ ৷ পরের রাউন্ডে যাওয়া অনেক আগেই নিশ্চিত করেছিলেন নেইমাররা ৷ এদিনের ম্যাচে তাই বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে ৷ ৩৭ মিনিটে এডার মিলিতাতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের হয়ে গোলশোধ করেন অ্যাঞ্জল মেনা ৷ ৫৩ মিনিটে গোল করেন তিনি ৷
advertisement
ম্যাচের শেষভাগে আক্রমণে গতি বাড়ায় ব্রাজিল ৷ ডগলাসের পরিবর্তে কাসেমিরো মাঠে নামায় বেশ কয়েকটি গোলের সুযোগ পায় সেলেকাওরা ৷ কিন্তু ম্যাচে আর কোনও গোল করতে ব্যর্থ ব্রাজিল ৷ গ্রুপ- ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে পরের রাউন্ডে গেল কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 8:32 AM IST