Copa America: Lionel Messi-র দুর্দান্ত ফ্রি কিক, তবুও Argentina vs Chile ম্যাচ ড্র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দিন দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারলেও মেসির ফ্রি কিক থেকে গোলে মজে ফুটবল দুনিয়া৷ দেখে নিন গোলের ভিডিও৷
আর্জেন্টিনা বনাম চিলি (১-১)
#সাওপাওলো: আর্জেন্টিনা লড়ল, গোল করল তবুও কোপা অভিযান জয় দিয়ে শুরু করতে পারল না৷ নিকোলাস গঞ্জালেস শুরুতেই আক্রমণ শানিয়ে প্রায় গোলে বল ঢুকিয়ে দিয়েছিলেন কিন্তু তাঁর হেড চিলির গোলরক্ষক বাঁচিয়ে দেন , সেরকমটাই মিস ম্যাচের সিগনেচার হবে কেউ ভাবেনি৷ কারণ এদিন কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১৷
advertisement
এদিন নীল -সাদা ব্রিগেডকে এগিয়ে দেন লিওনেল মেসি৷ এদিন মেসি যে ফ্রি কিকটা মারেন সেটা এক কথায় অবিশ্বাস্য৷ মেসির সেই দুরন্ত ফ্রি কিক আটাকানোর সাধ্য ছিল না চিলির গোলরক্ষকের৷ ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ দেখে নিন সেই অবিশ্বাস্য গোলের ভিডিও৷
advertisement
⚽️ ¡Tremendo Messi! El capitán de @Argentina metió un golazo ante Chile 👏🏼👏🏼 🇦🇷 Argentina 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/kvViiLcoam — Copa América (@CopaAmerica) June 14, 2021
advertisement
এদিনের গোল ছাড়াও মেসি আরও একটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন৷ তাঁর পাঠানো পেনাল্টি এরিয়ায় একটি ক্রস নিকোলাস গঞ্জালেস সেই হেডটি মিস করেন৷ স্কালোনি দলে তিনটি বদল করেন৷ যেখানে জাকুইন কোরেরিয়া নামেন নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে, সার্জেই অ্যাগুয়েরো নামেনলাউতারো মার্তিনেজের জায়গায়৷ আর নাহুয়েল মলিনা নামেন ইজিকুয়েল মনিতেইলের পরিবর্তে৷
এদিন খেলায় ৭ মিনিটের ইনজুরি টাইমেও দলের জন্য জয় আনতে পারেননি আর্জেন্টিনা ফুটবলাররা৷ দ্বিতীয়ার্ঝে চিলির এডুরাডো ভার্গাসের করা গোলে এদিন ১-১ ফলাফল হয় এই ম্যাচের৷
advertisement
⚽️ ¡Muy rápido el Turbo! Eduardo Vargas llegó primero al rebote y metió el empate de @LaRoja ante Argentina. 🇦🇷 Argentina 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/UByhg4Tuzv — Copa América (@CopaAmerica) June 14, 2021
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পাশাপাশি দুই অর্ধেই দাপট নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে ব্যাপক আক্রমণ বাড়ায় চিলি৷ ঠিক এভাবেই কলম্বিয়ার বিরুদ্ধে খেলায় হয়েছিল৷ এদিকে আর্জেন্টিনার পরের ম্যাচ শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে৷ এদিন দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারলেও মেসির ফ্রি কিক থেকে গোলে মজে ফুটবল দুনিয়া৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2021 7:12 AM IST