Copa America: Lionel Messi-র দুর্দান্ত ফ্রি কিক, তবুও Argentina vs Chile ম্যাচ ড্র

Last Updated:

দিন দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারলেও মেসির ফ্রি কিক থেকে গোলে মজে ফুটবল দুনিয়া৷ দেখে নিন গোলের ভিডিও৷

Lionel Messi's awsome freekick -Photo Courtesy- Copa America/Twitter
Lionel Messi's awsome freekick -Photo Courtesy- Copa America/Twitter
আর্জেন্টিনা বনাম চিলি (১-১)
#সাওপাওলো: আর্জেন্টিনা লড়ল, গোল করল তবুও কোপা অভিযান জয় দিয়ে শুরু করতে পারল না৷ নিকোলাস গঞ্জালেস শুরুতেই আক্রমণ শানিয়ে প্রায় গোলে বল ঢুকিয়ে দিয়েছিলেন কিন্তু তাঁর হেড চিলির গোলরক্ষক বাঁচিয়ে দেন , সেরকমটাই মিস ম্যাচের সিগনেচার হবে কেউ ভাবেনি৷ কারণ এদিন কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১৷
advertisement
এদিন নীল -সাদা ব্রিগেডকে এগিয়ে দেন লিওনেল মেসি৷ এদিন মেসি যে ফ্রি কিকটা মারেন সেটা এক কথায় অবিশ্বাস্য৷ মেসির সেই দুরন্ত ফ্রি কিক আটাকানোর সাধ্য ছিল না চিলির গোলরক্ষকের৷ ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ দেখে নিন সেই অবিশ্বাস্য গোলের ভিডিও৷
advertisement
advertisement
এদিনের গোল ছাড়াও মেসি আরও একটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন৷ তাঁর পাঠানো পেনাল্টি এরিয়ায় একটি ক্রস নিকোলাস গঞ্জালেস সেই হেডটি মিস করেন৷ স্কালোনি দলে তিনটি বদল করেন৷ যেখানে জাকুইন কোরেরিয়া নামেন নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে, সার্জেই অ্যাগুয়েরো নামেনলাউতারো মার্তিনেজের জায়গায়৷ আর নাহুয়েল মলিনা নামেন ইজিকুয়েল মনিতেইলের পরিবর্তে৷
এদিন খেলায় ৭ মিনিটের ইনজুরি টাইমেও দলের জন্য জয় আনতে পারেননি আর্জেন্টিনা ফুটবলাররা৷ দ্বিতীয়ার্ঝে চিলির এডুরাডো ভার্গাসের করা গোলে এদিন ১-১ ফলাফল হয় এই ম্যাচের৷
advertisement
প্রথমার্ধে  এক গোলে এগিয়ে থাকার পাশাপাশি দুই অর্ধেই দাপট নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে ব্যাপক আক্রমণ বাড়ায় চিলি৷ ঠিক এভাবেই কলম্বিয়ার বিরুদ্ধে খেলায় হয়েছিল৷ এদিকে আর্জেন্টিনার পরের ম্যাচ শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে৷ এদিন দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারলেও মেসির ফ্রি কিক থেকে গোলে মজে ফুটবল দুনিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Lionel Messi-র দুর্দান্ত ফ্রি কিক, তবুও Argentina vs Chile ম্যাচ ড্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement