#BengaluruvsATK: দশজনের বেঙ্গালুরুর বিরুদ্ধে হারল ATK, ম্যাচের একমাত্র গোল ব্রাউনের

Last Updated:

চাপ বাড়ল ATK -র

#বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে জমজমাট সেমিফাইনাল ৷ বল পজেশন থেকে বল পাস সবকিছুতে বেঙ্গালুরুকে টেক্কা দিলেও গোলমুখ খুলতে পারল না এটিকে-আর তারই খেসারত দিয়ে অ্যাওয়ে সেমিফাইনালে হেরেই কলকাতা ফিরবে এটিকে ৷
এটিকের বিরুদ্ধে হোম অ্যাডভানটেজ নিয়েই খেলল বেঙ্গালুরু এফসি ৷ আইএসএল টেবলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর আগে শেষ করেছিল৷  শ্রী কান্তিভেরা স্টেডিয়াম  বসেছিল প্রথম লেগের সেমিফাইনাল ৷ এ মরশুমটা মোটামুটি কেটেছিল পুরনো হেভিওয়েট  আইএসএল চ্যাম্পিয়নদের৷
এবারের গ্রুপ পর্বের খেলায় একবারও এটিকেকে হারাতে পারেনি বেঙ্গালুরু ৷  গ্রুপ পর্বের একটি খেলায় ১-০ গোলে জিতেছিল এটিকে ৷ আর অন্য খেলায় ২-২ স্কোরলাইন হয়েছিল ৷ তবে এবার সেমিফাইনালের প্রথম লেগে -র খেলায় এটিকে -র গ্রুপ পর্বের পারফরম্যান্স পাওয়া গেল না ৷ প্রথমার্ধের ৩১ মিনিটে বেঙ্গালুরুর হয়ে গোল করেন দেশহর্ন ব্রাউন ৷ আসলে হোম অ্যাডভানটেজ কাজে লাগাতে মরিয়া বেঙ্গালুরু শুরু থেকেই মুহূর্মুহূ আক্রমণে ভরিয়ে দিচ্ছিল এটিকেকে ৷ ৩১ মিনিটে এটিকে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলের মাশুল দিতে হয় কলকাতার দলকে ৷ বল কালেক্ট করতে ভুলের সুযোগ নিয়ে গোল করে যান ব্রাউন ৷ প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৷
advertisement
advertisement
advertisement
১ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় এটিকে ৷ কিন্তু বারবার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি ৷ এদিকে ৮৩ মিনিটে লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর নীশু ৷ তবুও কোনও সুবিধা হয়নি ৷
advertisement
৮ তারিখ কলকাতায় ফিরতি সেমিফাইনাল, সেই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে হবে বেঙ্গালুরুকে ,তবেই তৃতীয় বার ভারতসেরার খেতাবের দিকে শেষধাপে পৌঁছতে পারবে এটিকে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
#BengaluruvsATK: দশজনের বেঙ্গালুরুর বিরুদ্ধে হারল ATK, ম্যাচের একমাত্র গোল ব্রাউনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement