#বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে জমজমাট সেমিফাইনাল ৷ বল পজেশন থেকে বল পাস সবকিছুতে বেঙ্গালুরুকে টেক্কা দিলেও গোলমুখ খুলতে পারল না এটিকে-আর তারই খেসারত দিয়ে অ্যাওয়ে সেমিফাইনালে হেরেই কলকাতা ফিরবে এটিকে ৷
এটিকের বিরুদ্ধে হোম অ্যাডভানটেজ নিয়েই খেলল বেঙ্গালুরু এফসি ৷ আইএসএল টেবলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুর আগে শেষ করেছিল৷ শ্রী কান্তিভেরা স্টেডিয়াম বসেছিল প্রথম লেগের সেমিফাইনাল ৷ এ মরশুমটা মোটামুটি কেটেছিল পুরনো হেভিওয়েট আইএসএল চ্যাম্পিয়নদের৷
এবারের গ্রুপ পর্বের খেলায় একবারও এটিকেকে হারাতে পারেনি বেঙ্গালুরু ৷ গ্রুপ পর্বের একটি খেলায় ১-০ গোলে জিতেছিল এটিকে ৷ আর অন্য খেলায় ২-২ স্কোরলাইন হয়েছিল ৷ তবে এবার সেমিফাইনালের প্রথম লেগে -র খেলায় এটিকে -র গ্রুপ পর্বের পারফরম্যান্স পাওয়া গেল না ৷ প্রথমার্ধের ৩১ মিনিটে বেঙ্গালুরুর হয়ে গোল করেন দেশহর্ন ব্রাউন ৷ আসলে হোম অ্যাডভানটেজ কাজে লাগাতে মরিয়া বেঙ্গালুরু শুরু থেকেই মুহূর্মুহূ আক্রমণে ভরিয়ে দিচ্ছিল এটিকেকে ৷ ৩১ মিনিটে এটিকে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলের মাশুল দিতে হয় কলকাতার দলকে ৷ বল কালেক্ট করতে ভুলের সুযোগ নিয়ে গোল করে যান ব্রাউন ৷ প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৷
Celebrations at the Fortress as @strika09 breaks the deadlock! #BFCATK #RoomForMore pic.twitter.com/jTx0x7iXkS
— Bengaluru FC (@bengalurufc) March 1, 2020
Antonio Habas makes five changes to his team from last Saturday's encounter against @bengalurufc.
Arindam, Prabir, Javi, Soosairaj, Edu returns to the starting eleven. #ATK #BFCATK#AamarBukeyATK#BanglaBrigade pic.twitter.com/H6UMGpnn3n — ATK (@ATKFC) March 1, 2020
Here's how the Blues line up for tonight's big game! #WeAreBFC #RoomForMore #BFCATK pic.twitter.com/2DMRTC2eeR
— Bengaluru FC (@bengalurufc) March 1, 2020
১ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় এটিকে ৷ কিন্তু বারবার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি ৷ এদিকে ৮৩ মিনিটে লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর নীশু ৷ তবুও কোনও সুবিধা হয়নি ৷
৮ তারিখ কলকাতায় ফিরতি সেমিফাইনাল, সেই ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে হবে বেঙ্গালুরুকে ,তবেই তৃতীয় বার ভারতসেরার খেতাবের দিকে শেষধাপে পৌঁছতে পারবে এটিকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।