Euro 2020 : চোখ রাখুন বেলজিয়ামের ওপর, ডেনমার্ককে হারাতে মরিয়া লুকাকু

Last Updated:

দুর্দান্ত ছন্দে রয়েছে এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, ইউরো কাপের সম্ভাব্য দাবিদার হিসেবেও দেখছেন তাদের

#কোপেনহেগেন: রাশিয়ার বিরুদ্ধে গোল করেই ক্যামেরার সামনে ছুটে গিয়েছিলেন রোমেলু লুকাকু। নিজের ইন্টার মিলান ক্লাবের সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন বেলজিয়ান স্ট্রাইকার। আজ রাতে সেই বন্ধুর দেশের বিরুদ্ধেই গোল করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবেন লুকাকু। বন্ধুত্ব পেছনে, দেশের জন্য লড়াই সামনে। ফিফা তালিকায় এক নম্বরে বেলজিয়াম। কিন্তু এতেই খুশি হতে রাজি নন দেশটির সোনালী প্রজন্মের ফুটবলাররা। ট্রফি জিততে চান তাঁরা। তবেই তো এক নম্বর দলের প্রতি সুবিচার হবে।
অন্যদিকে অসুস্থ ক্রিশ্চিয়ান এরিকসেনই প্রেরণা ডেনমার্কের। বৃহস্পতিবার রাতে গ্রুপ ‘বি’এর ম্যাচে শত্তিশালী বেলজিয়ামকে হারিয়ে সতীর্থের মুখে হাসি ফোটাতে চান সিমোন কাইজাররা। কিন্তু কাজটা যে সহজ হবে না, তা ড্যানিশ কোচ ক্যাসপার জুলমন্ডও জানেন। তা সত্ত্বেও ছেলেদের মানসিক শক্তির উপর আস্থা রাখছেন তিনি। বেশ দাপটের সঙ্গেই ইউরো অভিযান শুরু করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে ২০১৮ বিশ্বকাপে আলো ছড়ানো দল রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রবার্তো মার্তিনেজের দল। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখাই এখন পাখির চোখ রোমেলু লুকাকুদের।
advertisement
এরিকসেনকে পাবেন না ডেনমার্ক কোচ ক্যাস্পার হজুলমন্ড। উল্লেখ্য, সেদিন ওই দুর্ঘটনার পরে খেলতে নেমে ফিনল্যান্ডের কাছে ০-১ ব্যবধানে হেরেছিল ডেনমার্ক। তবে এমন দুর্ঘটনার পরেও ম্যাচ খেলার সমর্থন করেননি ড্যানিশ কোচ। এই নিয়ে উয়েফার উপর ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।  উল্লেখ্য, তাঁর জায়গায় ম্যাথিউজ জেনসেনকে খেলানোর কথা ভাবছেন ডেনমার্ক কোচ। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, ইউরো কাপের সম্ভাব্য দাবিদার হিসেবেও দেখছেন তাদের।
advertisement
advertisement
প্রথম ম্যাচে তার ঝলকও চোখে পড়েছে হ্যাজার্ডদের খেলায়। ছন্দে থাকা ইন্তার মিলানের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু জোড়া লক্ষ্যভেদ করেছেন। অপর গোলটি টমাস মুনিয়েরের। তবে মাঝমাঠ নিয়ে একটু চিন্তায় রয়েছেন বেলজিয়াম কোচ মার্তিনেজ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পাওয়া তারকা মিডফিল্ডার কেভিন ডি’ব্রুইন এখনও পুরো সুস্থ নন।
তাই সম্ভবত ডেনমার্কের বিরুদ্ধে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। কোনও সন্দেহ নেই যে, খাতায়-কলমে এই ম্যাচে বেলজিয়ামই এগিয়ে। হ্যাজার্ড আজ পরের দিকে নামতে পারেন। কিন্তু তাছাড়াও প্রতিটা পজিশনে যোগ্য ফুটবলার রয়েছে বেলজিয়াম দলে।তবে এরিকসেনের জন্য ডেনমার্ক মরিয়া হয়ে কোনও অঘটন ঘটায় কিনা সেদিকে নজর থাকবে।
advertisement
ডেনমার্ক বনাম বেলজিয়াম
আজ রাত -৯:৩০
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : চোখ রাখুন বেলজিয়ামের ওপর, ডেনমার্ককে হারাতে মরিয়া লুকাকু
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement