Mohunbagan vs FC Nasaf : উজবেকিস্তানে জিতে ইতিহাস তৈরি করতে চায় মোহনবাগান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan up against FC Nasaf of Uzbekistan. নাসাফ অতীতে এফসি কাপ চ্যাম্পিয়ন দল। বয়সে মোহনবাগানের থেকে কম হলেও, এশিয়ান পর্যায় অভিজ্ঞতার বিচারে এগিয়ে
বুধবার এএফসি কাপের জোনাল সেমি-ফাইনালে উজবেকিস্তানের আল নাসাফের বিরুদ্ধে খেলবে এটিকে মোহন বাগান। সোমবার বিমান ছাড়তে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পর তাসখন্দে পৌঁছেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। সেখানে এখন শীতের আমেজ। আবহাওয়া কিছুটা স্বস্তিতে রেখেছে রয় কৃষ্ণদের। তাসখন্দ থেকে বুলেট ট্রেনে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে পৌঁছতে তাঁদের সময় লেগেছে পাঁচ ঘণ্টা। তবুও সোমবার সন্ধ্যায় প্র্যাকটিস করেছে হাবাসের দল।
advertisement
আল নাসাফের উইং প্লে রুখে দেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। সেভাবেই তিনি ট্রেনিং করাচ্ছেন। দলের সিনিয়র ফুটবলার প্রীতম কোটাল বলেছেন, প্রাথমিক পর্বে প্রতিপক্ষ কঠিন হলেও তাদের হারিয়ে নক আউট পর্বে দল পৌঁছেছে । এই পর্বে নাসাফ শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে সফল হতে হলে ব্যক্তিগত মুন্সিয়ানার চেয়ে দলগত প্রচেষ্টায় নির্ভর করতে হবে । দলের কোন বিভাগে উন্নতি প্রয়োজন বলার চেয়ে সামগ্রিক উন্নতির কথা বলেছেন তিনি। খুরেশি স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বরের ম্যাচটি নক আউট । তাই সবুজ মেরুন সাজঘরে সমীহর সুর প্রতিটি সদস্যের মুখে।
advertisement
advertisement
নাসাফ এফসি তাদের ঘরের মাঠে খেলবে । ফলে সেটা তাদের কাছে অ্যাডভান্টেজ । এই অবস্থায় প্রতি আক্রমণ ভিত্তিক ফুটবলে বাজিমাত করার কথা বলা হলেও, তা ভাঙতে চাননি প্রীতম । বরং কৌশল ঠিক করার বিষয়টি কোচ হাবাসের ওপর ছাড়তে চান । ১২০ মিনিট প্রতিপক্ষকে পাল্লা দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রীতম জানিয়েছেন । তাছাড়া ভারতীয় ফুটবলারদের মেলে ধরার সুযোগ এই ম্যাচটি । সেটা হাতছাড়া করতে রাজি নন বাঙালি রাইট ব্যাক ।
advertisement
এমনিতে ভারতের থেকে অনেক এগিয়ে উজবেকিস্তান। নাসাফ অতীতে এফসি কাপ চ্যাম্পিয়ন দল। বয়সে মোহনবাগানের থেকে কম হলেও, এশিয়ান পর্যায় অভিজ্ঞতার বিচারে এগিয়ে। দলের দুই সার্বিয়ান ফুটবলার অন্যতম ভরসা। ফিজিক্যাল ফুটবল খেলতেও দক্ষ। মোহনবাগানের ফরাসি ফুটবলার হুগো বুমো এবং স্প্যানিশ ডিফেন্ডার তিরি এই ম্যাচে নেই। কার্ল ম্যাক হিউ ডিফেন্স এর দায়িত্ব সামলাবেন। ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের জনি কাউকো রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য বজায় রাখবেন।
advertisement
এটিকে মোহন বাগাণ বনাম নাসাফ
বুধবার - সন্ধ্যা ৮.৩০
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2021 10:34 PM IST