#কলকাতা : সাতের আইএসএলের প্রথম পর্বের এই ম্যাচটাতেই ২-০ সহজ জয় এসেছিল সবুজ মেরুনে। প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঝুলিতে তিন পয়েন্ট মানেই আইএসএল প্লে-অফ নিশ্চিত। খাতায় কলমে এগিয়ে থেকেই মঙ্গল সন্ধ্যায় গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে খালিদ জামিলের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে হাবাসের এটিকে-মোহনবাগান।
স্প্যানিশ কোচের গলায় তবু সতর্কতার সুর। বলছেন,"প্রথম পর্বের ম্যাচ জিতেছি বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার মানে হয় না। ওই ম্যাচে ভালো খেলেছিলাম তাই জিতেছিলাম। এবার নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ।" নর্থ-ইস্ট ইউনাইটেডের কোচ খালিদের আবার জায়েন্ট কিলার হিসেবে ভারতীয় ফুটবলে বরাবরের পরিচিতি। বড় দলের বিরুদ্ধে বরাবরই চমকে দেন খালিদ জামিল। বদলে যাওয়া নর্থ-ইস্ট ইউনাইটেড মঙ্গল সন্ধ্যায় ফাতোরদায় পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা এটিকে-মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিলে অবাক হওয়ার কিছু নেই।
বেঙ্গালুরু থেকে নর্থ-ইস্ট ইউনাইটেডে সই করেছেন দেশর্ন ব্রাউন। ব্রাউনের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে নর্থ-ইস্টের। অন্যদিকে এই ম্যাচে হাবাস পাবেন না এডু গার্সিয়া ও শুভাশীষ বসুকে। গোড়ালি চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে স্প্যানিশ মিডফিল্ডার। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন শুভাশিস। শুভাশিস বসুর পরিবর্তে সুমিত রাঠিকে তৈরি রাখছেন কোচ হাবাস। এডু গার্সিয়ার পরিবর্তে এটিকে-মোহনবাগানের প্রথমে একাদশে শুরু করার সম্ভাবনা জাভি হার্নান্ডেজের।
১২ ম্যাচে ২৪ পয়েন্ট হাবাসের দলের। টানা দুই ম্যাচ পর জয়ের হাইওয়েতে ফিরে এসেছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামরা। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আটকে থাকলে কী হবে! সাতের আইএসএলে সাড়া জাগিয়ে শুরু করে ছিলেন মিগুয়েল মাচাডো, ইদ্রিসা সিলা খাসা কামারারা। আশুতোষ মেহতা, ভিপি সুহের, শুভাশিস রায় চৌধুরীদের পারফরম্যান্স নজর কেড়েছিল ফুটবল মহলের। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাই তিন পয়েন্ট আদায় সহজ হবে না বলেই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।
অন্যদিকে হাবাসের এটিকে-মোহনবাগানে বড় সমস্যা, আপফ্রন্টে একা হয়ে পড়ছেন রয় কৃষ্ণ। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ডেভিড উইলিয়ামস গোল পেলেও আগের ধারাবাহিকতার ধারে কাছে নেই অজি তারকা ।
PARADIP GHOSH