ISL 2018-19: যুবভারতীতে আজ এটিকে-গোয়ার যুদ্ধে মূল আকর্ষণ লাঞ্জারোতে
Last Updated:
#কলকাতা: আই এস এলে জুড়ে রয়েছে রাইভেলেরি। যেমন বেঙ্গালুরু- কেরল। কিংবা মুম্বুই-পুণে । তবে এর মধ্যে সবচেয়ে পুরনো নাম বাংলা বনাম গোয়া। যাদের লড়াইয়ের ইতিহাস বহু পুরনো।
আর এই পুরনো ইতিহাস আরও ধারালো হয়ে ওঠে ২০১৪ সালে। যখন এটিকে কোচ হাবাস গোয়ার মাঠেই তাদের মার্কি ফুটবলার রবার্ট পিরেসকে ঘুষি মেরে বসেছিলেন। আজ যুবভারতীতে সেই পুরনো যুদ্ধেই মুখোমুখি হতে চলেছে এটিকে বনাম এফ সি গোয়া।
গোয়া আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছে। আর এটিকের অবস্থাও তেমন সুবিধের নয়। তবে এসব আশা-আশঙ্কা ছাড়িয়ে আজ, বুধবার যাবতীয় আলো ছড়িয়ে যার দিকে রয়েছে তিনি হলেন লাঞ্জারোতে। কারণ , লবেরার দলে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপুর্ণ ফুটবলার। কলকাতার দলের জার্সি গায়ে তেমন সফল না হলোকোরোমিনাসের সঙ্গে তাঁর জুটি ফুল ফুটিয়েছিল সবুজ ঘাসে। লাঞ্জা গত মরশুমে গোয়ার জার্সি গায়ে ১৩টি গোল করেছিলেন তাও আবার ১৯টি ম্যাচে। এবং গোল অ্যাসিস্ট করেছিলেন ছ’টি। এতেই তাঁর গুরুত্ব কতখানি, বোঝা যায়।
advertisement
advertisement
লাঞ্জা পাশে না থাকলেও কোরো কিন্তু যথেস্ট সচল রয়েছেন। আর কোরো উপস্থিতিই যেন লবেরার আত্মবিশ্বাস অনেক খানি বাড়িয়ে রেখেছে। তিনি বলেন, " আমরা খুবই ভাগ্যবান , কারণ কোরোর কাছে অনেক ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও তাকে আমরা দলে রাখতে পেরেছি। আর ওর মত ফুটবলার দলে থাকা মানে অন্যরাও উপকৃত হয়। ও দলকে মোটিভেট করে। দায়িত্ব নিতে শেখায়। "
advertisement
কিন্তু কোরো গোল করলেও মুশকিল হল রক্ষণে। আপাতত গোয়া ১৪ গোল হজম করেছে। করেছে ২২ গোল। আশা করা যায় এটিকের বিরুদ্ধে এদু বেদিয়াকে পাশে পাবেন লেনি রা। আর এই ধারালো এটিকের সঙ্গে মূল লড়াই হবে জন জনসনদের। অর্থাৎ গোয়া আপফ্রন্ট বনাম এটিকে রক্ষণ। এটিই হতে চলেছে ইউ এস পি। এটিকে কোচ কপেল বলেন, " বিপক্ষে গোয়া থাকা মানে আপনাকে সর্বদা সজাগ থাকতে হবে। যদিও আপাতত দুটো ম্যাচ হেরেছে। কিন্তু তবু ওদের অনেক ভাল ফুটবলার আছে। যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। "
advertisement
গোয়ার ছাড়ার পর এই প্রথম লবেরার মুখোমুখি হতে চলেছে তার প্রাক্তন ছাত্র লাঞ্জা। কে হাসবে শেষ হাসি। সেটাই যে দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2018 2:17 PM IST