Durand Cup: কলকাতায় চলা ডুরান্ড কাপে করোনার থাবা ! টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার এই দলের

Last Updated:

Durand Cup | Coronavirus: আর্মি রেড দলের এক ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। তারপরেই বাতিল হয়ে যায় আর্মি রেড বনাম বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷

কলকাতা: খেলাধুলোর মঞ্চে করোনা হানা চলছেই। কখনও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন টিম ইন্ডিয়ার কোচের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। কখনও আবার অসমাপ্ত আইপিএল চলাকালীন করোনe আক্রান্ত হয়েছেন সানরাইজার্স দলের টি নটরাজন।
মাঝেমধ্যেই ক্রীড়াক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ডুরান্ড কাপ (Durand Cup) । কলকাতায় আয়োজিত হওয়া ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় করোনার থাবা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে জানা যায় আর্মি রেড দলের এক ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। তারপরেই বাতিল হয়ে যায় আর্মি রেড (Army Red) বনাম বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
advertisement
advertisement
কল্যাণী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল খেলাটি। অন্যান্য খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। যদিও আক্রান্ত হওয়া ফুটবলারের নাম জানা যায়নি। তবে পরবর্তী সময় প্রতিযোগিতা থেকে নাম তুলে নেয় আর্মি রেড। ফলে ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বেঙ্গালুরু ইউনাইটেড। টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘’ফুটবলার, কর্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাকি প্রতিযোগিতাও যাতে ঠিক ভাবে চালানো যায়, তার দিকেও আমাদের নজর রাখা হচ্ছে। সূচি অনুযায়ী টুর্নামেন্ট চলবে।’’
advertisement
এদিকে ডুরান্ড কাপে করোনা হানার দিনেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সংখ্যক দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার যুবভারতীতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং ও গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি। সেই ম্যাচে দর্শকরা মাঠে এসে খেলা দেখেন। সাদাকালো শিবির ম্যাচে জয় পায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কলকাতার ফুটবল মাঠে ঢোকার সুযোগ পেলেন দর্শকরা। করোনার কারণে গত বছর বন্ধ থাকলেও চলতি বছর থেকে ডুরান্ড কাপ ফের চালু হয়েছে। ইতিমধ্যেই সেনাবাহিনী থেকে ঘোষণা করা হয়েছে আগামী পাঁচ বছর ডুরান্ড কাপ কলকাতায় আয়োজিত হবে। চলতি বছর ডুরান্ড কাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ও ২৯ সেপ্টেম্বর ডুরান্ড কাপের দুটি সেমিফাইনাল আয়োজিত হবে। ৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।
advertisement
ঈরন রায় বর্মন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Durand Cup: কলকাতায় চলা ডুরান্ড কাপে করোনার থাবা ! টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার এই দলের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement