Bengal T20 Challenge: দু'বছর পর ইডেনে ফিরল দর্শক, কলকাতাকে হারিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফিতে চ্যাম্পিয়ন সুদীপের ব্যারাকপুর

Last Updated:

Bengal T20 Challenge Trophy winner: শ’খানেক দর্শকের সামনে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্যারাকপুর ব্যাশার্স।

কলকাতা: দু'বছর পর ইডেনে ফিরল দর্শক। সিএবি আয়োজিত বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ (Bengal T20 Challenge) ট্রফির হাত ধরে ক্রিকেটের নন্দনকাননে ফের গ্যালারিতে জায়গা পেলেন দর্শকরা। করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রথমবার ইডেনে (Eden Gardens) দর্শক প্রবেশ করার অনুমতি মিলল।
শেষবার ইডেনে ম্যাচ দেখতে দর্শক এসেছিলেন করোনা আসার আগে ভারত-বাংলাদেশ গোলাপি বল টেস্ট ম্যাচে। তারপর থেকে দর্শক প্রবেশ বন্ধ ছিল সব রকম ম্যাচে। এদিন টুর্নামেন্টের ফাইনালে নির্দিষ্ট তিনটি গেট দিয়ে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। শ’খানেক দর্শকের সামনে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্যারাকপুর ব্যাশার্স। রুদ্ধশ্বাস ফাইনালে কলকাতা হিরোজকে ৫ রানে হারায় সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) দল।
advertisement
advertisement
ব্যারাকপুর ব্যাশার্সের অধিনায়ক তথা বাংলার তারকা সুদীপ চট্টোপাধ্যায়ের ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন তকমা ছিনিয়ে নিল ব্যারাকপুর। ফাইনালে ৩৫ বলে ৬২ রান করা ছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হন সুদীপ। আইপিএলের ধাঁচে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল সিএবি। বিভিন্ন জেলার নামে নামকরণ করে ৬টি দল ভাগ করা হয়। নিলামের মাধ্যমে বেছে নেওয়া হয় ক্রিকেটার।
advertisement
প্রত্যেকটি দলের সঙ্গে বাংলার প্রাক্তন ক্রিকেটাররা যুক্ত ছিলেন। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্যই এই টুর্নামেন্ট গত বছর থেকে আয়োজন করছে সিএবি। সেপ্টেম্বর মাসে প্রবল বৃষ্টির মধ্যেও টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করলেন সিএবি কর্তারা। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ১৫ ওভার আয়োজিত হয়। প্রথমে ব্যাট করে ব্যারাকপুর ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। অধিনায়ক সুদীপের হাফসেঞ্চুরি ছাড়াও অর্ধশত রান করেন ওপেনার অঙ্কুর পাল। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে ১৪৯ রান তোলে কলকাতা।
advertisement
করণ লাল ৪৯ করেন। শুভঙ্কর বল ১২ বলে ২৮ রানে ঝোড়়ো ইনিংস খেলে একটা চেষ্টা করেছিলেন। শেষ ওভারে কলকাতা হিরোজের জয়ের জন্য ৩০ রান দরকার ছিল। শেষ পর্যন্ত অন্তিম ওভারে ২৩ রান যোগ করতে সক্ষম হয় কলকাতা হিরোজ। গোটা টুর্নামেন্টে ৪৭৮ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সুদীপ। টুর্নামেন্টে ১৪টি উইকেট নিয়ে ব্যারাকপুর দলের সুরজিৎ যাদব সর্বোচ্চ উইকেট প্রাপকের স্বীকৃতি পান। ফাইনালের আগে ইডেনে অনুষ্ঠান করে বাংলা ব্যান্ড দোহার। প্রথমবার ইডেনে গান গেয়ে চমক দেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।
advertisement
ঈরন রায় বর্মন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal T20 Challenge: দু'বছর পর ইডেনে ফিরল দর্শক, কলকাতাকে হারিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফিতে চ্যাম্পিয়ন সুদীপের ব্যারাকপুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement