ন’হাজার ফুট উচ্চতায় ‘মেসি ম্যাজিক’ ! বিশ্বকাপের মূলপর্বে আর্জেন্টিনা
Last Updated:
‘মেসি সেভস আর্জেন্টিনা’। তাঁর হ্যাটট্রিকে বিশ্বকাপের মূলপর্বে মারাদোনার দেশ।
ইকুয়েডর: ১ ( ইবারা-১')
আর্জেন্টিনা: ৩ (লিওনেল মেসি- ১২', ২০', ৬২')
#কুইটো: ‘মেসি সেভস আর্জেন্টিনা’। তাঁর হ্যাটট্রিকে বিশ্বকাপের মূলপর্বে মারাদোনার দেশ। ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়ার টিকিট কনফার্ম করল জর্জ সাম্পাওলির দল।
advertisement
বড় ম্যাচে বড়রাই খেলেন। সমালোচকদের ফের তা দেখিয়ে দিলেন লিও মেসি। দেশ নয়, তাঁর কাছে ক্লাব বার্সেলোনাই বড়। গত কয়েকদিন ধরে বারে বারে এই শব্দেই বিদ্ধ করা হচ্ছিল আধুনিক ফুটবলের রাজকুমারকে। কুইটোয়ে ইকুয়েডরের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে সেই জবাব ফিরিয়ে দিলেন। ১২, ২০, ৬২ মিনিট। মেসির হ্যাটট্রিকে উৎসব শুরু আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে।
advertisement
তবে, ম্যাচের শুরুতেই এদিন গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। কিন্তু দিনটা ছিল নীল-সাদাদের। সহজে হার মানার পাত্র নয় তারা ৷ একে মেসিতে রক্ষে নেই, ডি’মারিয়া দোসর। তাঁর পাশ থেকেই ফিনিশ করলেন লিও। তিরিশ গজের বক্সের উপরে ইকুয়েডরের ডিফেন্সকে একাই নাড়িয়ে দিলেন। ২৮ পয়েন্ট নিয়ে লাতিন গ্রুপে তৃতীয় আর্জেন্টিনা। স্বস্তি নিয়েই দেশে ফিরছে জর্জ সাম্পাওলির দল। কারণ একটাই- ‘মেসি সেভস আর্জেন্টিনা’। ৯০০০ ফুট উচ্চতার মাঠে ফুটবলের জন্য চরম প্রতিকূল পরিবেশে এদিন নিজের জাত ফের চেনালেন আর্জেন্টিনীয় মহাতারকা ৷
advertisement
ম্যাচের হাইলাইটস দেখে নিন নীচের ভিডিওয়ে ৷
Video Courtesy: Golazo TV
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2017 12:18 PM IST