Copa America : ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন তো ? মিস করা যাবে না আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে

Last Updated:

দুটি ম্যাচই শুধু মেসির খেলাই একটু নজরকাড়া ছিল। তিনি ম্যান অফ দা ম্যাচও হয়েছেন দুটি ম্যাচেই। মঙ্গলবার তাই কোচ স্কালোনী ভাবছেন স্ট্রাইকারে বদল আনতে

চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচে মেসির অভূতপূর্ব ফ্রিকিক গোলটি ছিল একমাত্র গোল আর্জেন্টিনার। ভাল ফিনিশারের অভাবে অসংখ্য সোনালী সুযোগ হাতছাড়া করেছে তারা। চিলির হয়ে পেনাল্টিতে ভারগাসের ফিরতি শটে ধরাশায়ী হয়ে যায় আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ। পরের ম্যাচেও উরুগুয়ের বিরুদ্ধে ফিনিশিংয়ের অভাবে প্রচুর সুযোগ হাতছাড়া হয়। সেখানে মেসির একটি অসাধারণ ক্রস থেকে গোল হয়ে আর্জেন্টিনা যেতে। গোল করেন রদ্রিগেজ।
advertisement
আর্জেন্টিনার দলে দেখা যাচ্ছে মেসি বাদে প্রতিপক্ষের ত্রাস সৃষ্টি করার কেউ নেই। মেসির অনবদ্য পাসগুলো গোলে পরিণত করারও লোকের অভাব। দুটি ম্যাচই শুধু মেসির খেলাই একটু নজরকাড়া ছিল। তিনি ম্যান অফ দা ম্যাচও হয়েছেন দুটি ম্যাচেই। মঙ্গলবার তাই কোচ স্কালোনী ভাবছেন স্ট্রাইকারে বদল আনতে।
advertisement
লাউতুরো মার্টিনেজকে বসিয়ে তিনি হয়ত অভিজ্ঞ ম্যান সিটি কিংবদন্তি আগুয়েরোকে খেলাতে পারেন। অন্যদিকে বলিভিয়ার বিরুদ্ধে সাফল্যের পর প্যারাগুয়ে দলে খুব একটা বদল করবে না। আক্রমনে আনহেল রোমেরো, আভালোস এবং রক্ষণে এসপিনোলা থাকছেনই বলে মনে করা যেতে পারে।কিন্তু আর্জেন্টিনার অত ভাবার সময় নেই। জয় এবং বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য।
advertisement
আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
ভারতীয় সময় - মঙ্গলবার ভোর ৫:৩০
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন তো ? মিস করা যাবে না আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement