আবুধাবিতে আজ কঠিন চ্যালেঞ্জের সামনে সুনীলরা, ম্যাচের ৫০০০ টিকিট দেওয়া হচ্ছে বিনামূল্যে
Last Updated:
#আবুধাবি: কাগজে নয়, খেলা হবে মাঠে। থাইল্যান্ড জয়ের পর এবার হুঙ্কার ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের। ফুটবল পন্ডিতদের মতে, আজ, বৃহস্পতিবার থেকে এশিয়ান কাপে আসল লড়াই শুরু ভারতের। প্রতিপক্ষ আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী। সুনীলদের কোচের দাবি, বিশ্বকাপ খেলা দলটির বিরুদ্ধে তারুণ্যই তাঁর হাতিয়ার। তাই ৯০ মিনিট আয়োজকদের কোনও জমি ছাড়া হবে না। কঠিন ম্যাচ, তবে জেতা অসম্ভব নয়। এশিয়ান কাপে শেষবার দু’দল মুখোমুখি হয়েছিল ১৯৮৪ সালে।
আট বছর পর বিশ্ব ফুটবলে ফের মুখোমুখি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। শেষবার দিল্লিতে প্রাক-বিশ্বকাপের ম্যাচে জেজের গোলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২-২ ড্র করেছিল ভারত। তাই বৃহস্পতিবার আবু ধাবির মাটিতে নতুন শুরু সুনীল ছেত্রীদের। আয়োজকদের বিরুদ্ধে মাঠে নামার আগে হালকা মেজাজে ভারতীয় দল। প্রাক্তনদের আশা, এবার গ্রুপের বেড়া টপকে নক-আউটে যাবেই ব্লু টাইগার্স। ম্যাচের ৫০০০ টিকিট বিনামূল্য আজ বিতরণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৷ বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ শেখ জায়েদ মসজিদ থেকে এই টিকিটগুলি ফুটবলপ্রেমীদের বিতরণ করা হবে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2019 3:39 PM IST