IND vs ENG: 'দেশকে গর্বিত করার শেষ সুযোগ'! ওভাল টেস্টের আগে দলকে তাতালেন গম্ভীর

Last Updated:

IND vs ENG 5th Test: ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। তার আগে গোটা সফর নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।

News18
News18
৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। তার আগে গোটা সফর নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। এই সফরকে চ্যালেঞ্জিং, উত্তেজনাপূর্ণ ও ঐতিহাসিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন ভারতীয় কোচ। সোমবার লন্ডনের ইন্ডিয়া হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গৌতম গম্ভীর বলেন, “এই সফর করা মানেই অতীতের ঐতিহ্যকে সম্মান জানানো, আর আমরা ইউকে-তে সবসময় অসাধারণ সমর্থন পেয়ে থাকি।” সিরিজে আপাতত ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে গম্ভীর মনে করেন, ভারত একাধিক সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ফলাফল ভিন্ন হতে পারত। ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে খুশি ভারতীয় কোচ।
গম্ভীর আরও বলেন, “গত পাঁচ সপ্তাহ দুই দেশের জন্যই খুব রোমাঞ্চকর ছিল। আমি নিশ্চিত, যেভাবে খেলা হয়েছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীকে গর্বিত করেছে। উভয় দলই একে অপরকে জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং প্রতি ইঞ্চি জায়গার জন্য লড়েছে। এখন আমাদের সামনে একটিমাত্র সুযোগ রয়েছে দেশকে গর্বিত করার জন্য।” নিজের বক্তব্য শেষ করার আগে গম্ভীর বলেন, “আরও এক সপ্তাহ বাকি। একটি চূড়ান্ত প্রয়াস। দেশকে গর্বিত করার শেষ সুযোগ। জয় হিন্দ।”
advertisement
advertisement
ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন, ভারতীয় দলের লড়াইয়ের মানসিকতা ‘নতুন ভারত’-এর প্রতিচ্ছবি। তিনি জানান, এই সিরিজে ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে – পাঁচ দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, যা ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: 'দেশকে গর্বিত করার শেষ সুযোগ'! ওভাল টেস্টের আগে দলকে তাতালেন গম্ভীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement