শেষ দশটি ফুটবল বিশ্বকাপে কিভাবে বদলে গিয়েছে পুরস্কার মূল্য! জানলে আঁতকে উঠবেন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
FIFA World Cup prize money evolution over the last 10 editions and how much champion team will get in Qatar. শেষ দশটি ফুটবল বিশ্বকাপে কিভাবে বদলে গিয়েছে পুরস্কার মূল্য! জানলে আঁতকে উঠবেন
#দোহা: ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস নানা ঘটনায় মোড়া। ১৯৩০ সালে শুরু হওয়ার পর ১৯৩৮ পর্যন্ত হয়ে ১৯৪২, ১৯৪৬ সালে বিশ্বযুদ্ধের কারণে বন্ধ ছিল টুর্নামেন্ট। এই সময় বিনোদন এবং সম্মান ছিল বেশি। আর্থিক ব্যাপার থাকলেও সেটা ছিল অত্যন্ত নগণ্য। খেলা তখন ছিল শুধুই খেলা। ব্যবসা হয়ে ওঠেনি।
সুতরাং ফুটবল বিশ্বকাপ যে একটা এত বড় ইভেন্ট এবং একে কেন্দ্র করে কয়েকশো কোটি অর্থ রোজগার করা যায় এই ভাবটা প্রথম ফিফার মাথায় আসে ১৯৭৮ সালে। কিন্তু সেবার বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনায়। মিলিটারি শাসনে থাকা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল নিজেদের দেশে।
আরও পড়ুন - বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ বলের বিবর্তন যেন রোমাঞ্চকর এক দলিল, দেখুন ছবিতে
কিন্তু এর চার বছর পর অর্থাৎ ১৯৮২ স্পেন থেকে বিশ্বকাপকে প্রথমবার ব্যবসা হিসেবে দেখা শুরু হল। জিকো, প্লাতিনি, সক্রেটিস, ইয়সবিওদের দর্শকদের কাছে বিক্রি করে সেই প্রথম বড় মুনাফা আয় ফিফার। ১৯৮২ সালে বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ১৬ কোটি ২৪ লাখ, ৩০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল ইতালি পেয়েছিল ১ কোটি ৭৮ লাখ, ৮০ হাজার টাকা।
advertisement
advertisement
চার বছর পর মেক্সিকোর মাটিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই প্রথমবার দিয়েগো মারাদোনার ম্যাজিক দেখেছিল ফুটবল বিশ্ব। সেবার বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ২১ কোটি ২৩ লাখ ১৮ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পেয়েছিল ২ কোটি, ২৭ লাখ ৫৭ হাজার টাকা। চার বছর পর ইতালির মাটিতে ফুটবল বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৪৩ কোটি টাকা।
advertisement
A look at the evolution of Fifa World Cup prize money #prizemoney #fifaworldcup #spain #mexico pic.twitter.com/MVeT1ekK4N
— CNBC-TV18 (@CNBCTV18News) November 16, 2022
চ্যাম্পিয়ন দল জার্মানি পেয়েছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। এর থেকে আবার চার বছর পর মার্কিন মুলুকে বসেছিল বিশ্বকাপ। মোট পুরস্কার মূল্য ছিল ৫৮ কোটি ৮২ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল ব্রাজিল পেয়েছিল ৩ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা। ১৯৯৮ বিশ্বকাপ লোকের মনে থাকার কথা রিকি মাটিনের মারিয়া থিম সং এর জন্য।
advertisement
সেবার মোট পুরস্কার মূল্য ছিল ৮৩ কোটি, ৬৮ লাখ টাকা। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন দল ফ্রান্স পেয়েছিল ৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। ২০০২ প্রথমবার ফুটবল বিশ্বকাপ হল এশিয়ার মাটিতে। যৌথ আয়োজক ছিল জাপান এবং কোরিয়া। সেবার মোট পুরস্কার মূল্য ছিল ১৩০ কোটি টাকা। চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছিল ১০০ কোটি ৩০ হাজার টাকা।
advertisement
২০০৬ জার্মানি বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ২১৬ কোটি টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ন দল জার্মানি পকেটে নিয়ে গিয়েছিল ১৬২ কোটি। ২০১০ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে ফিফা মোট পুরস্কার মূল্য রেখেছিল ৩৪১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল স্পেন পেয়েছিল ২৪৩ কোটি।
২০১৪ পেলের দেশ ব্রাজিলে বিশ্বকাপে পুরস্কার মূল্য মোট ছিল ৩৪৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল জার্মানি পেয়েছিল ২৮৪ লাখ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৬৪২ কোটি। চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩০৮ কোটি ৯০ লাখ। এবার অর্থাৎ কাতার বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ কোটির ওপর।
advertisement
এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৩৪৪ কোটি। রানার্স আপ ২৩০ কোটি। তৃতীয় পজিশনে থাকা দল পাবে ২১৮ কোটি। শেষ আটে জায়গা করতে পারলে ১৩০ কোটি। শেষ ১৬ উঠতে পারলে প্রায় ১০০ কোটি। এছাড়াও টুর্নামেন্টের সেরা ফুটবলার, সর্বোচ্চ স্কোরার এবং গোলরক্ষক পাবে আলাদা টাকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2022 6:33 PM IST