#আল জানাব স্টেডিয়াম: এক গোলেও পিছিয়ে পড়েও ক্যামেরুনের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক সার্বিয়ার। বিশ্বকাপের গ্রুপ জি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে সার্বিয়া ও ক্যামেরুন। ম্যাচে প্রথমার্ধে জিন চার্লস ক্যাস্টেলেটোর গোলে এগিয়ে যায় আফ্রিকান শক্তিধ দেশে। প্রথমার্ধের ইনজুরি টাইমে খেলায় ফেরে সার্বিয়া। পরপর দুটি গোল করে লিড নেয় ড্রাগন স্টোকোভিচের দল। সার্বিয়ার হয়ে গোল করেন পাভলোভিচ ও স্যাভিচ।
এদিন ম্যাচের প্রথম থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার দুই দলের। প্রথম থেকেই গোলমুখ খোলার জন্য মরিয়া হয়ো ওঠে। একের পর এক আক্রমণ গড়ে তোলে দুই দল। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করে ক্যামেরুন। জিন চার্লস ক্যাস্টেলেটোর গোলে এগিয়ে যায় রিগোবার্ট সংয়ের দল।
গোল হজম করার পর শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে সার্বিয়া। প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখেছিল ক্যামেরুন। কিন্তু ইনজুরি টাইমে ৪৬ মিনিটে গোল করে সার্বিয়াতকে সমতায় ফেরান পাভলোভিচ। প্রথম গোলের রেশ কাটতে কাটতে না কাটতেই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে স্যাভিচের গোলে লিড নেয় সার্বিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।