ক্যামেরুন ও সার্বিয়া ম্যাচে এল ৬ গোল, তবে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ২ দলকে

Last Updated:

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র হল সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ। খেলার ফল ৩-৩। ড্র করায় পরের রাউন্ডে যাওয়ার আশা থেকে গেল ড্রাগন স্টোকোভিচ ও রিগোবার্ট সংয়ের দলের।

#আল জানাব স্টেডিয়াম: সার্বিয়া বনাম ক্যামেরুনের রুদ্ধশ্বাস ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক করেছিল সার্বিয়া। দ্বিতীয়ার্ধে ঘটল ঠিক তার উল্টোটা। ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে সমতায় শেষ করে মাঠ ছাড়ল ক্যামেরুন। ৬ গোলের থ্রিলিং ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ড্রাগন স্টোকোভিচ ও রিগোবার্ট সংয়ের দল।
এদিন ম্যাচের প্রথম থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে জয় দরকার দুই দলের। গোলমুখ খোলার জন্য মরিয়া হয়ো ওঠে সার্বিয়া ও ক্যামেরুন। ম্যাচের ২৯ মিনিটে জিন চার্লস ক্যাস্টেলেটোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন।
গোল হজম করার পর শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে সার্বিয়া। প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখেছিল ক্যামেরুন। কিন্তু ইনজুরি টাইমে ৪৬ মিনিটে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে স্যাভিচের গোলে লিড নেয় সার্বিয়া। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।
advertisement
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো করেছিল ড্রাগন স্টোকোভিচের ছেলেরা। ম্যাচের ৫৩ মিনিটে মিত্রোভিচের গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে সার্বিয়া। এরপর যে ক্যামেরুন ম্যাচে ফিরতে পারে তা কল্পনাও করেনি তাবড় তাবড় ফুটবল বিশেষজ্ঞরা। জয় অবধারিত ভাবে কিছুটা হাল্কা নেয় সার্বিয়াও। আর তাতেই হয় কাল।
ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান কমায় ক্যামেরুন। গোল করেন ভিনসেন্ট আবুবেকার। তৃতীয় গোলের জন্য বেশি সময় প্রতীক্ষা করতে হয়নি রিগোবার্ট সংয়ের দলকে। ম্যাচের ৬৬ মিনিটে গোল করে ক্যামেরুনকে সমতায় ফেরান এরিক ম্যাক্সিম চোউপো মোটিং। এরপর দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কেউ আর গোলের মুখ খুলতে পারেনি। দুই দল ১ পয়েন্ট পাওয়ায় এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে থাকল ক্যামেরুন ও সার্বিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যামেরুন ও সার্বিয়া ম্যাচে এল ৬ গোল, তবে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ২ দলকে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement