ফ্রান্সের লক্ষ্য শেষ ষোলোর টিকিট, লড়াই দিতে প্রস্তুত ডেনমার্কও

Last Updated:

বিশ্বকাপে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও ডেনমার্ক। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী এমবাপে, গ্রিজম্যানরা। অপরদিকে, ঘুড়ে দাঁড়ানোর লড়াই ডিলানি, এরিকসনদের সামনে।

#স্টেডিয়াম ৯৭৪: শনিবার বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। দিদিয়ের দেশঁ-র দলের প্রতিপক্ষ ডেনমার্ক। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ গোলে দুরন্ত জয় পেয়েছে ফরাসী ব্রিগেড। গোল পেয়েছেন অলিভার জিরুর, র‍্যাবিয়ট, কিলিয়ান এমবাপেরা। দুরন্ত ফুটবল খেলেছে গ্রিজম্যান, ডেম্বেলেরা। দ্বিতীয় ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট পাকা করাই লক্ষ্য ২ বারের বিশ্বজয়ীদের।
বিশ্বকাপের শুরুর আগে থেকেই চোট সমস্যায় ভুগছিল ফ্রান্স। চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন পল পোগবা, অ্যান্তোনিও কন্তের মতো তারকারা। তারপরও তার দল যে কতটা শক্তিশালী তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রমাণ করে দিয়েছেন দিদিয়ের দেশঁ। অস্ট্রেলিয়া ম্যাচের পর চোটের কারণে ছিটকে গিয়েছেন লুকাস হার্নান্ডেজ। তারপরও আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই ফ্রান্সের।
advertisement
ডেনমার্ক অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও ক্রিস্টিয়ান এরিকসনদের যথেষ্ট সমীহ করেছেন ফরাসী কোচ। বিশেষ করে ইউরো কাপে যেভাবে চমক দিয়েছিল ডেনমার্ক তা মাথায় রাখছে ফ্রান্স। দিদিয়ের দেশঁ জানিয়েছেন, কোচের কথায়, ডেনমার্ক দলটিকে হালকাভাবে নেওয়া যায় না। কখন যে কী ঘটিয়ে ফেলবে। হালকাভাবে নেওয়ার অর্থ হল নিজেদের ক্ষতি। চলতি বছরেই আমাদের দু’বার হারিয়েছে। তবে এই ম্যাচ কোনও দল এগিয়ে থেকে শুরু করবে না।
advertisement
advertisement
অপরদিকে, বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ডেনমার্কের। প্রথম ম্যাচে তিউনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ড্যানিশরা। তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া উপায় নেই ক্যাসপার হিজুলমান্ডের দলের। ফ্রান্সের বিরুদ্ধে তারা লড়াই দিতে প্রস্তুত সেই কথা জানিয়েছেন ডেনমার্কের কোচ। ডলবার্গ, ওলসেন, এরিকসন, ডিলানিদের অভিজ্ঞতাই ভরসা দলের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্রান্সের লক্ষ্য শেষ ষোলোর টিকিট, লড়াই দিতে প্রস্তুত ডেনমার্কও
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement