গ্রুপ নয় যেন ফাইনাল ম্যাচ, মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে যুদ্ধ জয়ের প্রস্তুতি আর্জেন্টিনা শিবিরে
- Published by:Sudip Paul
Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হার। শনিবার মধ্যাতে মেক্সিকোর বিরুদ্ধে প্রতিযোগিতার ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
#লুসেইল স্টেডিয়াম: প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধে অঘটনের হার যেন এক লহমায় ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলটার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। প্রতিযোগিতায় ঘুড়ে দাঁড়ানোর একমাত্র উপায় মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয়। মরণ-বাঁচন ম্যাচে নামার আগে নীল-সাদা শিবিরে যেন ফাইনাল ম্যাচে নামার মত ছবি। ওচোয়াদের বিরুদ্ধে ম্যাচকে যুদ্ধ জয়ের মত দেখছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়ারা।
মেক্সিকো ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি ম্যাচের পরের দিন প্রখর রোদে দলকে অনুশীলন করিয়েছেন তিনি। এছাড়াও প্রথম ম্যাচের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। দলের সঙ্গে আলাদা করে কথা বলে পেপ টক দিয়েছেন মেসিও। দ্বিতীয় ম্যাচ থেকে আর্জেন্টিনা যে ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী স্কালোনি ও মেসি।
advertisement
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেছেন,'যখন পরিস্থিতি নকআউটের মতো হয়ে যায়, তখন জেগে উঠতেই হয়। আমার দলের ছেলেরা যথেষ্ট যোগ্য সেটা করে দেখানোর জন্য। আমরা খেলার ধরন হয়তো কিছু পরিবর্তন করব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি। তবে যে ভাবে খেলছি, সে ভাবেই খেলব আমরা। আমার দল সব কিছু করার জন্য প্রস্তুত।'
advertisement
advertisement
প্রথম ম্যাচে সামান্য কিছু ভুলের জন্য হারতে হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মেক্সিকো ম্যাচকে যে তারা ফাইনালের মত দেখছেন সেই কথাও জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেছেন,'মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ'।
advertisement
আরও পড়ুনঃ ডু অর ডাই ম্যাচে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, ভরসা সেই ১০ নম্বর জার্সিধারীর বাঁ পায়ের জাদু
অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত মেক্সিকো। বিশ্বকাপে বরাবরই আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেছে ওচোয়ারা। এবারও আক্রমণাত্মক ফুটবল খেলেই মেসির দলকে মাত দেওয়ার ঘুঁটি সাজাচ্ছেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এর আগে আর্জেন্টিনা ও বার্সোলানায় কোচিং করিয়েছেন তিনি। মেসি ও তার দলকে সম্পর্কে ওয়াকিবহাল টাটা মার্টিনো। ফলে লড়াইটা সহজ হবে না আর্জেন্টিনার কাছে। তবে মেসির দলের প্রশংসা করে মেক্সিকোর কোচ বলেছেন, জিততে হলে সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে আমাদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 12:38 PM IST