পেলের শারীরিক পরিস্থিতি নিয়ে এল বড় আপডেট, বছর শেষে বাড়ল উদ্বেগ
- Published by:Sudip Paul
Last Updated:
পেলের শারীরিক পরিস্থিতি কিছুটা ভালো হলেও ফের অবস্থার অবনতি হয়েছে। ক্যানসারের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণেই পেলেকে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর সিদ্ধাম্ত নিয়েছে তার পরিবার।
এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ফুটবল সম্রাট পেলে। আরও কতদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে নিশ্চিৎ কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। কারণ মাঝে পেলের শারীরিক পরিস্থিতি কিছুটা ভালো হলেও ফের অবস্থার অবনতি হয়েছে। ক্যানসারের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণেই পেলেকে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর সিদ্ধাম্ত নিয়েছে তার পরিবার।
বয়সজনিত কারণে ক্যান্সারের বিরুদ্ধে পেলের লড়াই কঠিন হয়ে উঠছে। কোলন টিউমারের কেমোথেরাপি, শ্বাসযন্ত্র এবং মূত্রনালির সংক্রমণ সংক্রান্ত চিকিৎসাও চলছে। বর্তমানে বিপদ না থাকলেও ক্যান্সারের পরিস্থিতি খারাপ হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। তাই বড়দিনেও বাড়ি ফেরা হচ্ছে না ৩ বারের বিশ্বজয়ীর। আপাতত হাসপাতালের কমনরুমে ভর্তি রয়েছেন। তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা।
advertisement
পেলের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,"ডাক্তারদের সঙ্গে কথা বলে বিভিন্ন কারণকে মাথায় রেখে ঠিক করেছি, বাবাকে হাসপাতালে ভর্তি রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। বাবার জন্যে বিশেষ পানীয় কাইপিরিনহাও তৈরি করব। মজা করছি। বাবাকে খুব ভালবাসি। পরের সপ্তাহে আবার নতুন খবর জানাব।"
advertisement
advertisement
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের মাঝেই গত ২৯ নভেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবল সম্রাট পেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেওয়া হয়েছিল ভেন্টিলেশনে। বিশ্বকাপের মাঝে সকলেই উদ্বেগে ছিল পেলের শারীরিক পরিস্থিতি নিয়ে। ব্রাজিল সহ অন্যান্য দলগুলি বিশ্বকাপের মঞ্চে পেলের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। অনেকটা সুস্থ হওয়ায় স্বস্তি ফিরেছিল বিশ্ব ফুটবলে। এবারও ফুটবল সম্রাটের সুস্থতা কামনা করেছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2022 12:51 PM IST