গোল করছেন, করাচ্ছেন! নেদারল্যান্ডসের বিরুদ্ধেও আর্জেন্টিনা মানে 'একাই মেসি'

Last Updated:

মেসির নিখুঁত থ্রু যার কোনও জবাব ছিল ভ্যানি জিক, আকে, টিম্বার সমৃদ্ধ ডাচ ডিফেন্সের। সেই পাসেই গোল করেন মোলিনা। নেদারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে মেসি।

#দোহা: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধেই মেসি ম্যাজিক। তবে গোল করে নয়, আর্জেন্টাইন অধিনায়কের ডিফেন্স চেরা পাসেই ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু যার কোনও জবাব ছিল ভ্যানি জিক, আকে, টিম্বার সমৃদ্ধ ডাচ ডিফেন্সের। যেই বল একেবাপে ফাঁকায় পেয়ে যান মোলিনা। আর সেখান থেকে নোপার্টকে ভেদ করতে কোনও ভুল করেননি মোলিনা। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই থ্রু কোনও গোলের থেকে কম নয়।
এদিন প্রথম থেকেই ম্যাচে দুই দলই টাফ ফুটবল খেলতে শুরু করে। আক্রমণের ঝাঁঝ থাকলেও বডি কনট্যাক্ট গেম খেলে লিওনেল স্কালোনি ও লুই ভ্যান গালের ছেলেরা। ধীরে ধীরে খেলার ছন্দ ফিরলেও প্লেয়ারদের মাথা গরম করতেও দেখা যায়। যার ফল স্বরূপ প্রথমার্ধেই দুই দলের ৪ জন প্লেয়ারকে হলুদ কার্ড দেখতে হয়। তবে নিজের মাথা ঠান্ডা রেখেছিলেন মেসি। সুযোগ বুঝে জায়গা মত কাজের কাজটা করে যান দলের জন্য। স্কোর শিটে মোলিনার নাম উঠলেও গোলটির কৃতিত্ব পুরোটাই মেসির।
advertisement
গোল হজম করার পর শেষ ১০ মিনিটে আক্রমণের গতি বাড়িয়েছিল ডাচরা। বেশ কয়েকবার কাছাকাছি চলেও গিয়েছিল আর্জেন্টিনা গোলের। কিন্তু নীল-সাদা ব্রিগেডের রক্ষণের প্রাচীর ভেদ করতে পারেননি গ্যাকপো, ডিপায়, ডামফ্রিসরা। নির্ধারিত ৪৫ মিনিটের পর ৫ মিনিট ইনজুরি টাইমেও গোলের ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোল করছেন, করাচ্ছেন! নেদারল্যান্ডসের বিরুদ্ধেও আর্জেন্টিনা মানে 'একাই মেসি'
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement