ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও আজ একই 'উপহার' রেলের, রাতবিরেতে আর চিন্তা নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
East Bengal: আজ ইস্টবেঙ্গল সমর্থকদের ম্যাচ শেষে আর চিন্তা করতে হবে না।
কলকাতা: আজকের আই এস এল ফুটবল ম্যাচের শেষে বিশেষ মেট্রো পরিষেবা। কলকাতার সমস্ত ফুটবলপ্রেমীদের জন্য আরো একটি সুখবর!
গত ২৩ তারিখ অনুষ্ঠিত ম্যাচের মতো আজও সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের শেষে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে।
ম্যাচের শেষে বাড়ি ফেরার জন্য ফুটবলপ্রেমীদের আর দুঃশ্চিন্তা করতে হবে না। আজ ম্যাচের শেষে রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন ) এই পরিষেবা চালানো হবে।
advertisement
আজ (২৫/০৯/২০২৩) ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি – র ম্যাচের শেষে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে দুটি বিশেষ পরিষেবা চালানো হবে।
advertisement
প্রথম ট্রেন সল্টলেক স্টেডিয়াম থেকে রাত ১০.৩০ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০.৩৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। দ্বিতীয় ট্রেন সল্টলেক স্টেডিয়াম থেকে রাত ১০.৪০ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০.৪৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
advertisement
যাত্রীদের ওঠা নামার জন্য এই দুটি পরিষেবাই ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। কৌশিক মিত্র, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 7:17 PM IST