দেল বস্কির বাজি মোরাতা-নোলিতো, কন্তের তুরুপের তাস কান্দ্রেভা
Last Updated:
ইউরোয় আজ লাল-নীলের লড়াইয়ের রাত। গতবারের চ্যাম্পিয়ন স্পেনের সামনে নতুন ইতালি।
#সাঁ দেনি: ইউরোয় আজ লাল-নীলের লড়াইয়ের রাত। গতবারের চ্যাম্পিয়ন স্পেনের সামনে নতুন ইতালি। সাঁ দেনিতে কি গতবারের ফাইনালের লজ্জার হারের বদলা নিতে পারবেন কান্দ্রেভা-জেকারিনিরা? না কি ফের শেষ হাসি হাসবেন ইনিয়েস্তা?
ইউরোর পর চেলসির দায়িত্ব নিয়েই নাকি কান্দ্রেভাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যেতে চান আন্তোনিও কন্তে। ইউরোর মাঝেই দাবানলের মত ছড়িয়েছে এই গুজবটা। চোট সারিয়ে স্পেনের বিরুদ্ধেই প্রি-কোয়ার্টারে প্রথম এগারোয় ফিরছেন কান্দ্রেভা। সিরি বি-তে কেরিয়ার শুরু করার পর ২৯-এর কান্দ্রেভার ফুটবলে এখন মধ্যগগনের সূর্যের আঁচ। বলা ভাল, লা রোহার বিরুদ্ধে লাজিওর তারকাই আজুরি কোচের তুরুপের তাস। অবশ্য এডার-পেলেরাও গোলের মধ্যে রয়েছেন। এবারের ইউরোয় একমাত্র কন্তেই তিন ডিফেন্ডারের ফর্মে শন খেলাচ্ছেন। তবে বোনুচ্চি-জেকারিনি-বার্জাগলিরা ভরসা দিয়েছেন। আইরিশদের কাছে বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষার গ্রুপের শেষ ম্যাচে হারটা বাদ দিলে এই ইতালি অনেকটাই আলাদা। অ্যাটাকিং থার্ডে দ্রুত পাস আর আক্রমণাত্মক ফুটবল নিয়েই ইনিয়েস্তাদের মোকাবিলায় নামতে তৈরি।
advertisement
advertisement
একনজরে ইতালি
----------------
- দলে ফিরছেন কান্দ্রেভা, কোচের তুরুপের তাস- গোলের মধ্যে আছেন এডার-পেলে জুটি
- একমাত্র কন্তে তিন ডিফেন্ডারে খেলছেন
- ফর্মে রয়েছেন বোনুচ্চি-জেকারিনি-বার্জাগলি
- অ্যাটাকিং থার্ডে দ্রুত পাস
- কাউন্টারে আক্রমণাত্মক ফুটবল
একনজরে স্পেন
advertisement
---------------
- মাঝমাঠ আর অ্যাটাকিং থার্ডে ইনিয়েস্তার শিল্প
- ডিপ মিডফিল্ডে বুস্কেতসের সৃষ্টিশীলতা
- বক্সের সামনে মোরাতা-নোলিতোর লাগাতার ছটফটানি
- গোলকিপার দে ঘিয়ার অনিচ্ছাকৃত ভুল
শেষ তিন ইউরোয় টক্কর
----------------------
- দেখা হয়েছে মোট তিন বার
- তিন বারই ইতালির বিরুদ্ধে অপরাজিত স্পেন
advertisement
- ২০১২ কোয়ার্টারে পেনাল্টি শ্যুটআউটে জেতে স্পেন
- গতবার গ্রুপ লিগে ১-১ অমীমাংসিত ম্যাচ
- ফাইনালে ৪-০ গোলে জেতে স্পেন
দেল বস্কির শেষ অ্যাসাইনমেন্টে নতুন স্পেনে প্রতিভার ছড়াছড়ি। যেখানে আছে ইনিয়েস্তার শিল্প। বুস্কেতসের সৃষ্টিশীলতা। আর মোরাতা-নোলিতোদের ছটফটানি। শুধু কিছুটা নড়বড়ে লেগেছে গোলের নিচে দে ঘিয়াকে। এই একটা বিভাগে কিছুটা এগিয়ে আজুরিরা। সৌজন্যে বুফোঁর অভিজ্ঞতা। শেষ তিনটে ইউরোয় সবমিলিয়ে ইউরোপের দুই পাওয়ার-হাউসের এটা চতুর্থ সাক্ষাৎ। শেষ তিনটে স্কোরলাইন দেখলে কিন্তু অ্যাডভান্টেজে স্প্যানিশ আর্মাডা। আট বছর আগে গোলশূন্য কোয়ার্টার ফাইনালের পর শ্যুটআউটে নীল জার্সিদের হারিয়ে দেন জাভি-ইনিয়েস্তারা। গত ইউরোয় গ্রুপের লড়াইটা ১-১ অমীমাংসিত ছিল। কিন্তু ফাইনালে বালোতেলিদের দাঁড়াতেই দেননি দাভিদ ভিয়ারা। ৪-০-র সেই বদলা কী সাঁ দেনিতে নিতে পারবেন কান্দ্রেভারা ? কাজটা কিন্তু বেশ কঠিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2016 8:50 AM IST