নিয়মের কড়াকড়ি কাতারে, জার্সি তুলে বক্ষযুগল দেখিয়ে ভাইরাল মহিলা সমর্থক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
English female fan flashes her breasts: সবার সামনে জার্সি তুলে বক্ষযুগল প্রদর্শন। ইংরেজ তরুণীর প্রতিবাদ কাতারে।
#দোহা: কাতারে নিয়মের কড়াকড়ি। প্রথমে বলা হয়েছিল, বিশ্বকাপে বিয়ার থাকবে অবাধ। কিন্তু পরে কাতারের প্রশাসন সিদ্ধান্ত নেয়, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে বিয়ারের জোগান থাকবে না। তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই কাতার প্রশাসনের এমন রক্ষণশীল মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফিফা অবশ্য কাতার প্রশাসনের পাশেই দাঁড়িয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, তাঁরা শেষ পর্যন্ত স্টেডিয়ামে বিয়ারের জোগান রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও কারণবশত সেটা হয়নি। তাই শেষ পর্যন্ত বিয়ার নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাদের। কাতার প্রশাসন শুধু বিয়ার নয়, আরও বেশ কিছু ব্যাপারেই বিধিনিষেধ আরোপ করেছে যদিও।
আরও পড়ুন- শুধু মেসি-দি মারিয়া নন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিতে পারে এই ৫ তারকা
ইংল্যান্ড সমর্থকরা কাতার প্রশাসনের এই রক্ষচক্ষু মেনে নিতে পারছেন না। স্টেডিয়ামে বিয়ার নেই, চুমুতে নিষেধাজ্ঞা, একের পর এক ফতোয়া। কিছুতেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ড সমর্থকরা। এদিকে সমকামীদের প্রতি সমর্থন জানিয়ে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। তা নিয়ে তিনি অবশ্য প্রতিবাদও জানাতে পারেননি।
advertisement
advertisement
কাতারে অবশ্য ইংল্যান্ডের সমর্থকরা নিজেদের মতো করে প্রতিবাদ করলেন। এক ইংরেজ সমর্থক কাতারের প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল অভিনব উপায়ে। অসংখ্য ইংরেজ সমর্থকের মাঝে দাঁড়িয়ে সেই তরুণী জার্সি তুলে বক্ষযুগল প্রদর্শন করলেন। আর প্রায় সঙ্গে সঙ্গে পাশে থাকা অন্য সমর্থকরা চিৎকার করে ওঠেন।
⚠️ Imágenes previas de la primera mujer presa en Qatar 🇶🇦 pic.twitter.com/cn6qPz00dF
— turco (@ElTurcales) November 19, 2022
advertisement
আরও পড়ুন- দুর্দান্ত ইংল্যান্ডকে দেখে আবেগে ভাসলেন বেকহ্যাম ! ম্যাচের পর দিলেন বিশেষ পরামর্শ
ইরানের বিরুদ্ধে ম্যাচের আগে ওই তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তবে এখন ওই ইংরেজ তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 2:36 PM IST