৩০৬ রান তাড়া করতে নেমে ১৮৬-তে থামল নিউজিল্যান্ডের ইনিংস ৷ ইংল্যান্ড বোলারদের মধ্যে উড ৩ উইকেট নেওয়ার পাশাপাশি এদিন ১টি করে উইকেট নিয়েছেন ওকস, আর্চার, প্লাঙ্কেট, রশিদ এবং স্টোকস ৷ তবে এদিন ম্যাচ হেরেও সেমিফাইনালে ওঠার আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না নিউজিল্যান্ডের ৷ কারণ পাকিস্তানের নেট রান রেটের এখন যা অবস্থা ৷ তাতে শুক্রবার বাংলাদেশকে অনেক বড় ব্যবধানে হারালে তবেই শেষ চারের টিকিট নিশ্চিত করবেন সরফরাজরা ৷ এদিন নিউজিল্যান্ডের হারে তাই অস্বস্তি আরও বাড়ল পাক শিবিরে ৷