Jos Buttler Hits Six: দু'বার ড্রপ খেয়ে এল বল, ক্ষমা করলেন না বাটলার! স্পোর্টসম্যান স্পিরিট কোথায়!

Last Updated:

Jos Buttler Hits Six: ক্রিকেট তো ভদ্রলোকের খেলা। সেখানেই জস বাটলার এমন কাণ্ড করলেন!

#নয়াদিল্লি: জস বাটলার বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তিনি ৬৪ বলে অপরাজিত ৮৬ রান করেন। মারেন ৭টি চার ও ৫টি ছক্কা। তাঁর ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড মাত্র ৩০.১ ওভারে ২৪৫ রানের লক্ষ্য অর্জন করে। অর্থাৎ তখনও ১১৯ বলের খেলা বাকি ছিল।
৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছে ইংল্যান্ড। সিরিজে দুবার ব্যাট করার সুযোগ পান বাটলার। একটি হাফ সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেন তিনি। তিনি অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪৮ রান করেছেন বাটলার।
আরও পড়ুন- ভালবেসে বিরাটকে কোন ডাকনাম দিয়েছেন অনুষ্কা? ছবির কমেন্টে জানিয়ে দিলেন!
সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ১৪টি চার ও ১৯টি ছক্কা হাঁকান তিনি। অর্থাৎ ১৭০ রান করেছেন শুধুমাত্র বাউন্ডারি থেকেই। আইপিএল ২০২২-এও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন।
advertisement
advertisement
ইংল্যান্ডের ইনিংসের ২৯তম ওভারে ঘটল এক অদ্ভুত ঘটনা। ফাস্ট বোলার পল ভ্যান মিকেরেন পঞ্চম বলটি স্লোয়ার করার চেষ্টা করেন। কিন্তু লেগ সাইডে ২টি ড্রপ খাওয়ার পর বলটি পিচের বাইরে চলে যায়।
বাটলারের উপর বোলারের করা ভুলের কোনও প্রভাব পড়েনি। তিনি এগিয়ে গিয়ে বলটি ফাইন লেগে তুলে মারেন। ছক্কা হয়। নিয়ম অনুযায়ী, কোনো বল পিচের বাইরে পড়লে সেটি নো-বল দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ফ্রি হিট পান বাটলার। পরের বলে আবারও ছক্কা হাঁকান তিনি।
advertisement
জস বাটলার ১৫১টি ওয়ানডে ম্যাচের ১২৫ ইনিংসে ৪১ গড়ে ৪১২০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২১। তিনি ১০টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতেও তাঁকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
আরও পড়ুন- বেঞ্চে বসেই বুড়ো! উমরান মালিক কি একটাও সুযোগ পাবেন না!
88 টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি 35 গড়ে 2140 রান করেছেন। তিনি একটি সেঞ্চুরি এবং 15টি হাফ সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের হয়ে তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করা কয়েকজন খেলোয়াড়ের মধ্যে তিনি একজন। মোট 315 টি-টোয়েন্টি ম্যাচে তিনি 8198 রান করেছেন। করেছেন ৬টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরি। অর্থাৎ ৬০ বার ৫০ রানের বেশি ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট 145।
বাংলা খবর/ খবর/খেলা/
Jos Buttler Hits Six: দু'বার ড্রপ খেয়ে এল বল, ক্ষমা করলেন না বাটলার! স্পোর্টসম্যান স্পিরিট কোথায়!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement