England Knocked Out: যেখানে পাচ্ছে সেখানেই ইংল্যান্ডকে হারাচ্ছে আফগানিস্তান, ৮ রানে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে

Last Updated:

AFG vs ENG: ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷ ৮ রানে আফগানিস্তানের কাছে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে ৭ রানে জিতল আফগানিস্তান Photo- AP
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে ৭ রানে জিতল আফগানিস্তান Photo- AP
: ফ্লুকে নয় আফগানিস্তান নিজেদের ভাল খেলার জোরেই ইংল্যান্ডকে হারায়, ফের একবার প্রমাণ হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ আফগানরা জিতল ৮ রানে৷ আর তারই সঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিল থ্রি লায়ন্সকে৷
এদিন দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমে ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের দুদ্ধর্ষ ইনিংস এবং তারপরে আজমাতুল্লাহ ওমারজাইয়ের ৫ উইকেট আফগানিস্তানকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জয় এনে দেয়৷
advertisement
advertisement
এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৩২৫ রান৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা এই বিশাল রান করে৷ শুরুতে ইংলিশ বোলিংয়ে ধাক্কা খেলেও এত বড় রানের মূল কৃতিত্ব  ইব্রাহিম জাদরানের৷ এদিনের তার ইনিংস ১২ টি চার ও ৬ টি ছয় দিয়ে সাজানো৷ তিনি ছাড়া ব্যাট হাতে অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ৪০, আজমাতুল্লাহ ওমারজাই ৪১, মহম্মদ নবী ৪০ রান করেন৷
advertisement
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ৩ উইকেট, লিয়াম লিভিংস্টোন ২ উইকেট নেন৷ জেমি ওভারটন এবং আদিল রশিদ একটি করে উইকেট নেন৷
জিততে গেলে করতে হবে ৩২৬ তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান ফিল সল্ট৷  বেন ডাকেট, জেম স্মিথও দাগ কাটতে পারেননি৷ তবে এবার ইংল্যান্ডের হয়ে হাল ধরেন জো রুট৷ ১১১ বলে ১২০ রান করেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে৷
advertisement
এরপর হ্যারি ব্রুক, জস বাটলার, জেমি ওভারটনদের মিলিত চেষ্টায় আফগানিস্তানের বড় রানের দিকে এগোতে থাকে৷ কিন্তু এর সঙ্গেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড৷ বল হাতে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই ৯.৫ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন৷ ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
England Knocked Out: যেখানে পাচ্ছে সেখানেই ইংল্যান্ডকে হারাচ্ছে আফগানিস্তান, ৮ রানে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement