England Knocked Out: যেখানে পাচ্ছে সেখানেই ইংল্যান্ডকে হারাচ্ছে আফগানিস্তান, ৮ রানে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
AFG vs ENG: ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷ ৮ রানে আফগানিস্তানের কাছে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে৷
: ফ্লুকে নয় আফগানিস্তান নিজেদের ভাল খেলার জোরেই ইংল্যান্ডকে হারায়, ফের একবার প্রমাণ হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ আফগানরা জিতল ৮ রানে৷ আর তারই সঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিল থ্রি লায়ন্সকে৷
এদিন দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমে ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের দুদ্ধর্ষ ইনিংস এবং তারপরে আজমাতুল্লাহ ওমারজাইয়ের ৫ উইকেট আফগানিস্তানকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম জয় এনে দেয়৷
advertisement
advertisement
এদিন প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৩২৫ রান৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা এই বিশাল রান করে৷ শুরুতে ইংলিশ বোলিংয়ে ধাক্কা খেলেও এত বড় রানের মূল কৃতিত্ব ইব্রাহিম জাদরানের৷ এদিনের তার ইনিংস ১২ টি চার ও ৬ টি ছয় দিয়ে সাজানো৷ তিনি ছাড়া ব্যাট হাতে অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ৪০, আজমাতুল্লাহ ওমারজাই ৪১, মহম্মদ নবী ৪০ রান করেন৷
advertisement
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ৩ উইকেট, লিয়াম লিভিংস্টোন ২ উইকেট নেন৷ জেমি ওভারটন এবং আদিল রশিদ একটি করে উইকেট নেন৷
জিততে গেলে করতে হবে ৩২৬ তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান ফিল সল্ট৷ বেন ডাকেট, জেম স্মিথও দাগ কাটতে পারেননি৷ তবে এবার ইংল্যান্ডের হয়ে হাল ধরেন জো রুট৷ ১১১ বলে ১২০ রান করেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে৷
advertisement
এরপর হ্যারি ব্রুক, জস বাটলার, জেমি ওভারটনদের মিলিত চেষ্টায় আফগানিস্তানের বড় রানের দিকে এগোতে থাকে৷ কিন্তু এর সঙ্গেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড৷ বল হাতে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই ৯.৫ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন৷ ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 11:59 PM IST