Tangra Incident: পুলিশের হাতে টাটকা নয়া প্রমাণ, যা ঘুরিয়ে দিচ্ছে প্রাথমিক ভাবনা, সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি বাবাই নিজের মেয়েকে...

Last Updated:

Tangra Incident: নাবালিকার মৃত‍্যু বা খুনে Mechanical Asphyxia অর্থাৎ শ্বাসরোধের ইঙ্গিত৷ 

ট্যাংরা কাণ্ডে কি বাবাই নিজের মেয়ের শ্বাসরোধ করে
ট্যাংরা কাণ্ডে কি বাবাই নিজের মেয়ের শ্বাসরোধ করে
: ট্যাংরা কান্ডে আত্মহত্যা নয়, হত্যা হয়েছিল সেই দিকেই আরও পাকা প্রমাণ মিলল পোস্টমর্টেম থেকে৷  নাবালিকার মৃত‍্যু বা খুনে Mechanical Asphyxia অর্থাৎ শ্বাসরোধের ইঙ্গিত৷  ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ শ্বাসরোধ করা হয়েছিল প্রিয়ম্বদাকে৷  প্রাথমিক অনুসন্ধানে বিষক্রিয়ার ফলে মৃত‍্যু বলা হয়েছিল৷
কিন্তু এই  রিপোর্ট এখন যেটা পুলিশ হাতে পেয়েছে তাতে শ্বাসরোধের ইঙ্গিতও রয়েছে বলে সূত্রের দাবি৷  তাহলে কি মৃত‍্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধও করা হয়েছিল ভাবাচ্ছে তদন্তকারীদের৷  প্রসূণ নিজেই কি মেয়ের শ্বাসরোধ করে খুন করেছিলেন, জানতে মরিয়া পুলিশ৷
advertisement
advertisement
এদিকে এর আগে ট্যাংরা কাণ্ডে জীবিত দে বাড়ির তিন সদস্যের হাসপাতালের বিল নিয়ে তৈরি হল চরম জটিলতা৷ বুধবার সকালে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে প্রণয় দে, তাঁর নাবালক ছেলে এবং প্রণয়ের ভাই প্রসূনকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ৷ গুরুতর আহত তিন জনের চিকিৎসা বাবদ এখনও পর্যন্ত কয়েক লক্ষ টাকা বিল হয়েছে ওই বেসরকারি হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন জনের কোনও আত্মীয় অথবা পরিচিতই বিল মেটাতে রাজি হননি৷
advertisement
শুধু তাই নয় প্রসূন ও প্রণয়কে পুলিশ কাস্টডিতে নেওয়ার পরিস্থিতিতে নাবালককে কোথায় রাখা হবে তা নিয়েও প্রচুর জলঘোলা হয়৷ বাড়িতে নাবালকের একমাত্র আত্মীয় মামা ও মামি নাবালকের দায়িত্ব নিতে অস্বীকার করায় এই বালককে হোমে পাঠানোর কথা হলেও সেখানেও জটিলতা আছে৷
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Incident: পুলিশের হাতে টাটকা নয়া প্রমাণ, যা ঘুরিয়ে দিচ্ছে প্রাথমিক ভাবনা, সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি বাবাই নিজের মেয়েকে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement