England cricket team : চূড়ান্ত হয়ে গেল ইংল্যান্ডের নতুন অধিনায়ক এবং কোচের নাম! কারা জানেন?

Last Updated:

England and Wales Cricket board most likely to appoint Ben Stokes and Gary Kirsten. চলতি সপ্তাহেই বেন স্টোকসকে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে।

টেস্ট ক্রিকেটে ঘুরে দাড়াতে মরিয়া ইংল্যান্ড
টেস্ট ক্রিকেটে ঘুরে দাড়াতে মরিয়া ইংল্যান্ড
#লন্ডন: অস্ট্রেলিয়ার মাটিতে সম্মানের আশেজ সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর ইংল্যান্ড ক্রিকেট দলের অনেক কিছু পরিবর্তন যে সময়ের অপেক্ষা ছিল তবে আশ্চর্য হওয়ার মতো কিছু ছিল না। তারপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ হেরেছে ইংরেজরা। ক্যাপ্টেন জো রুট বাধ্য হয়েছেন দায়িত্ব ছাড়তে। সরিয়ে দেওয়া হয়েছে কোচ সিলভারউডকে। চলতি সপ্তাহেই বেন স্টোকসকে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে।
প্রকাশ করা হবে নতুন টেস্ট কোচ গ্যারি কারস্টেনের নামও। ইউনাইটেড কিংডমের জনপ্রিয় গণমাধ্যম 'ডেইলি মেইল'-এর প্রতিবেদনে এসেছে এমন তথ্য। তারা জানিয়েছে, মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি জরুরী বৈঠক সেরেছেন বেন স্টোকসের সঙ্গে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে গেছে অনেক কিছু।
advertisement
advertisement
গত ১৫ এপ্রিল জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পরই সহ-অধিনায়ক বেন স্টোকসের নামটি সামনে চলে আসে। রব কি'র সঙ্গে স্টোকসের বৈঠকের পর ব্যাপারটা নিশ্চিত হল আরও। এদিকে ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনের নিয়োগও প্রায় নিশ্চিত বলে জানা গেছে। বর্তমানে আইপিএলের দল গুজরাট টাইটান্সের সঙ্গে ব্যস্ত থাকা এই কোচ ইংল্যান্ডের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন।
advertisement
বুধবার লর্ডসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রব কি। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন অধিনায়ক ও কোচের নামটি ঘোষণা করার কথা তার। বেন স্টোকস ক্রিকেটার হিসেবে যেমন আগ্রাসী, তেমনই অধিনায়ক হিসেবে তার আগ্রাসী মানসিকতা ইংলিশদের সঠিক পথে নিয়ে যাবে বিশ্বাস রব কির।
advertisement
তাছাড়া বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। তবে কোচ হিসেবে একটা সময় পর্যন্ত রিকি পন্টিং এবং সাইমন ক্যাটিচের নাম উঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়তো গ্যারি কার্স্টেন দায়িত্ব পেতে চলেছেন। ২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা কোচ ইংল্যান্ডের ভাগ্য ফেরাতে পারেন কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
England cricket team : চূড়ান্ত হয়ে গেল ইংল্যান্ডের নতুন অধিনায়ক এবং কোচের নাম! কারা জানেন?
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement