Gavaskar on Natarajan : দুরন্ত ছন্দে থাকা এই পেসারকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে দেখতে চান গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar impressed with the come back of T Natarajan for SRH. চোট সমস্যায় অনেকটা দূরে সরে গিয়েছিলেন টি নটরাজন। কিন্তু চলতি আইপিএলে আবার নিজেকে ফিরে পেয়েছেন তিনি।

বিশ্বকাপে ভারতীয় দলে এই 
পেসারকে চান সানি
বিশ্বকাপে ভারতীয় দলে এই পেসারকে চান সানি
#মুম্বই: বছর দুয়েক আগে দুরন্ত গতিতে উত্থান হয়েছিল তামিলনাড়ুর এই পেসারের। তারপর সানরাইজার্স দলের হয়ে দুরন্ত পারফর্ম করার পর সবার নজরে চলে আসেন। অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ফরম্যাটে দেশের জার্সি গায়ে অভিষেক হয় তার। কিন্তু তারপর চোট সমস্যায় অনেকটা দূরে সরে গিয়েছিলেন টি নটরাজন। কিন্তু চলতি আইপিএলে আবার নিজেকে ফিরে পেয়েছেন তিনি। সাত ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন।
গতির পরিবর্তনে বিভ্রান্ত করছেন ব্যাটসম্যানদের। বিশেষ করে ১৫-২০ ওভারের মধ্যে বুদ্ধি করে বল করছেন নটরাজন। ইয়র্কার হাতে আগেও ছিল। এখন যোগ হয়েছে ব্যাক অফ লেন্থ বল এবং স্লোয়ার। সুনীল গাভাসকার মনে করেন যেহেতু অস্ট্রেলিয়া খেলার অভিজ্ঞতা আছে এবং ভারতীয় দলে একজন বাঁহাতি পেসারের প্রয়োজন, তাই ফর্মে থাকা নটরাজনকে টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই দলে নেওয়া উচিত।
advertisement
advertisement
তিনি খুশি যেভাবে নটরাজন নিজেকে ফিরে পেয়েছেন। পাশাপাশি সানরাইজার্স দলে ডেল স্টেইন ফাস্ট বোলিং কোচ হিসেবে থাকায় নটরাজন, উমরান মালিকদের মত ভারতীয় ফাস্ট বোলারদের সুবিধে হয়েছে নিঃসন্দেহে। যেভাবে নটরাজন ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করছেন, সেটা সহজ নয় মনে করেন সানি।
advertisement
advertisement
তিনি ফিট থাকলে অস্ট্রেলিয়ায় রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার ওপর চাপ অনেক কমবে বলছেন গাভাসকার। সবচেয়ে বড় কথা নটরাজন নতুন নয়। আগেও ভারতীয় ড্রেসিংরুমে থেকেছে। যদিও তখন ক্যাপ্টেন এবং কোচ আলাদা ছিল। কিন্তু সেটা বড় কোনো ব্যাপার নয়। সব মিলিয়ে টি নটরাজনকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিমানে জায়গা দেওয়া উচিত মনে করেন গাভাসকার।
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Natarajan : দুরন্ত ছন্দে থাকা এই পেসারকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে দেখতে চান গাভাসকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement