Harbhajan Singh on Babar Azam : বাবরকে এখনই বিরাট, রুটদের পাশে বসাতে চান না হরভজন! কেন জানেন?

Last Updated:

Babar Azam still needs time to be part of Fab four says Harbhajan. বাবরকে এখনই বিরাট, রুটদের পাশে বসাতে চান না হরভজন

বাবরকে এখনই বিরাট, 
রুটদের পাশে বসাতে চান না হরভজন
বাবরকে এখনই বিরাট, রুটদের পাশে বসাতে চান না হরভজন
ওই প্রশ্নের জবাবে হরভজন জানান, কিংবদন্তি হিসেবে ক্যারিয়ার শেষ করবেন বাবর। ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুট বর্তমান সময়ের ফ্যাব ফোর নামে পরিচিত। ব্যাট হাতে বড় স্কোর ও ধারাবাহিকভাবে রান করার কারনেই, ক্রিকেট প্রেমিদের চোখে তারা ফ্যাব ফোর।
advertisement
advertisement
তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে কোহলি-স্মিথ-রুটদের সাথে নাম উঠে আসছে বাবরের। তারপরও এই আলোচনায় এখনই বাবরের নাম বসানোটা তাড়াতাড়িই হয়ে যাবে। তবে ভারতের সাবেক স্পিনার হরভজন মনে করেন, ক্রিকেট কিংবদন্তিদের একজন হয়ে ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা রয়েছে বাবরের। স্পোটর্সকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, আমি মনে করি, সে ফ্যাব ফোর-এ থাকতে পারবে কি-না তা বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়।
advertisement
এমনকি আমিও জানি না, ফ্যাব ফোরে কারা আছেন। তবে বাবরের নিশ্চয়ই যোগ্যতা আছে এবং সে অনেক আত্মবিশ্বাসী ও অত্যন্ত কৌশলী একজন পরিপূর্ণ ব্যাটার। সামনের দিকে ক্রিকেটের কিংবদন্তিদের একজন হবেন সে। বাবরকে নিয়ে হরভজন আরও বলেন, তবে এখনই তাকে যেকোন লিগে রাখা খুবই তাড়াতাড়ি। তাকে খেলতে দিন এবং দলের জন্য আরও বেশি রান করতে ও জিততে দিন।
advertisement
প্রতিভার দিক থেকে অন্য কারও চেয়ে কম নয় সে। পাকিস্তানের হয়ে ৪০ টেস্টে ২৮৫১ রান, ৮৬ ওয়ানডেতে ৪২৬১ রান ও ৭৪টি টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করেছেন ২৭ বছর বয়সী বাবর। হরভজন মনে করেন বাবর খুব ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান। হাতে সব রকম শট আছে। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা নিয়ন্ত্রণ করতে জানেন। কিন্তু ফ্যব ফোরের তালিকায় আসতে গেলে তাকে আরও কয়েকটা বছর ধারাবাহিক থাকতে হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Harbhajan Singh on Babar Azam : বাবরকে এখনই বিরাট, রুটদের পাশে বসাতে চান না হরভজন! কেন জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement