Emiliano Martinez: বিকেলে পাবেন মোহনবাগান রত্ন, দুপুরে এমি মার্টিনেজের গলায় 'জয় ইস্টবেঙ্গল'

Last Updated:

Emiliano Martinez: কলকাতায় পা রেখেই "ভারতে আসার স্বপ্নপূরণ হল" বলে সকলের মন জিতে নিয়েছিলেন মার্টিনেজ। আর মঙ্গলবার মিলন মেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপারের কন্ঠে শোনা গেল 'জয় ইস্টবেঙ্গল' ধ্বনি।

কলকাতা: ২ দিনের সফরে কলকাতায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার বিকেলেই তিলোত্তমায় পা রেখেছেন মেসির প্রিয় দিবু। সোমবার বিমান বন্দরেই এমি বুঝে গিয়েছিলেন এদেশে আর্জেন্টিনা ও মেসি ফ্যানেদের উন্মাদনা। কলকাতায় পা রেখেই “ভারতে আসার স্বপ্নপূরণ হল” বলে সকলের মন জিতে নিয়েছিলেন মার্টিনেজ। আর মঙ্গলবার মিলন মেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপারের কন্ঠে শোনা গেল ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনি।
২ দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ী। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে এমিকে সংবর্ধনা জানানো হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার সহ আরও অনেকেই। উত্তরীয় পরিয়ে বিশেষ স্মারক ও কয়েন দেওয়া হয় এমিলিয়ানোকে। সঙ্গে দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্য পদ। তখনই মার্টিনেজ বলেন ‘জয় ইস্টবেঙ্গল’। এই কথা লাল-হলুদ সমর্থকদের মন জয় করে নেন এমি।
advertisement
advertisement
মোহনবাগানের তরফ থেকেও এদিন শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, বাবুন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। মোহনবাগানের তরফ থেকেই বিশেষ উত্তরীয় এবং স্মারক দেওয়া হয়। মোহনবাগানও আজীবন সদস্যপদ দেয়। এছাড়াও মঙ্গলবার বিকেলে বিকেলে মোহনবাগান মাঠে যাবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তাঁর হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের।
বাংলা খবর/ খবর/খেলা/
Emiliano Martinez: বিকেলে পাবেন মোহনবাগান রত্ন, দুপুরে এমি মার্টিনেজের গলায় 'জয় ইস্টবেঙ্গল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement