ওই বাঁ পায়ের সেভে স্বপ্ন টিকে গিয়েছিল মেসির, স্মরণীয় করে রাখতে যা করেছেন মার্টিনেজ, দেখালেন সাক্ষাৎকারে

Last Updated:

Emiliano Martinez: বিশ্বকাপের ফাইনালে বাঁ-পায়ের সেই সেভের জায়গাটি স্মরণীয় করে রাখতে বিশেষ উপায় অবলম্বন করেছেন এমি মার্টিনেজ। ঠিক সেই জায়গাতেই একটি বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন তিনি।

কলকাতা: বিশ্বকাপ ফাইনালের ১২৩ মিনিট। খেলার ফল তখন আর্জেন্টিনা ও ফ্রান্স ৩-৩। শেষ কয়েক সেকেন্ড আগে ডি বক্সে আর্জেন্টিনার গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন কোলো মুয়ানি। কিন্তু ফরাসী তারকার সেই শট কার্যত জীবন দিয়ে নিজের বাঁ পায়ে লাগিয়ে সেভ করেছিলেন এমলিয়ানো মার্টিনেজ। বিশেষজ্ঞরা বলেন, ওই সেভটাই লিওনেল মেসির বিশ্বজয়ের স্বপ্ন টিকিয়ে রাখার ‘সঞ্জীবনী’ ছিল। ওই কয়েক সেকেন্ডে হৃদয় স্তব্ধ হওয়ার মত পরিস্থিতি হয়েছিল বিশ্ব জুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ফ্যানেদের। কিন্তু মেসির প্রিয় ‘দিবু’-র বাঁ পা-এর সেভ ভাগ্য নির্ধারিত করে দিয়েছিল বিশ্বকাপের। তারপর টাইব্রেকারে অনবদ্য সেভ করে ৩৬ বছরের খরা কেটেছিল আর্জেন্টিনার।
বাঁ-পায়ের সেই সেভের জায়গাটি স্মরণীয় করে রাখতে বিশেষ উপায় অবলম্বন করেছেন এমি মার্টিনেজ। ঠিক সেই জায়গাতেই একটি বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন তিনি। যেন ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। বর্তমানে কলকাতায় রয়েছেন এমি। তার আগে গিয়েছিলেন বাংলাদেশে। সোমবার ভোরে পৌছেছিলেন বাংলাদেশে। সেখানে এক সাক্ষাৎকারে আলোচনার সময় ওই সেভ প্রসঙ্গ আসলে এমি ট্যাটুটি বার করে দেখান। বলেন,’১২৩ মিনিটের শটটা আমার পায়ের এখানেই লেগেছিল। তাই এই জায়গাকে স্মরণীয় করে রাখতে আমি ট্যাটু করিয়েছি।’ ট্যাটুতে লেখা, ‘আমার প্যাশন যখন সাফল্যের দিকে নিয়ে যায়।’ ওই সেভটা সারা জীবন ভুলতে পারবেন না বলেও জানান এমি।
advertisement
advertisement
প্রসঙ্গত, ঢাকায় পৌছে সোমবার দুপুরে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিলিয়ানো মার্টিনেজ। শেখে হাসিনা ও এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে খানিকটা সময় কথা-বার্তাও হয়। বাংলাদেশের নানা বিষয়ে মার্টিনেজকে স্বল্প সময়ে জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দিতে ভোলেননি বিশ্বজয়ী গোলরক্ষক। শেখ হাসিনকে একটি আর্জেন্টিনার জার্সি উপহার দেন এমি মার্টিনেজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওই বাঁ পায়ের সেভে স্বপ্ন টিকে গিয়েছিল মেসির, স্মরণীয় করে রাখতে যা করেছেন মার্টিনেজ, দেখালেন সাক্ষাৎকারে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement