Eden Gardens: এবার দাদার পাশেই ঝুলন, ইডেনে ঝুলনকে বিশেষ সম্মান দেওয়ার ভাবনা

Last Updated:

Jhulan Goswami and Sourav Ganguly: আগামী বছর শুরুতে ২২  জানুয়ারি ভারত ইংল্যান্ড টি-টোয়েন্ট ম্যাচের সময় উদ্বোধন হবে।

একই আসনে সৌরভ- ঝুলন
একই আসনে সৌরভ- ঝুলন
কলকাতা: এবার একই আসনে সৌরভ- ঝুলন। প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর নামে ইডেন স্ট্যান্ড। তিন এবং চার নম্বর গেটের বি ব্লকের স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে ঝুলনের নামে।
আগামী বছর শুরুতে ২২  জানুয়ারি ভারত ইংল্যান্ড টি-টোয়েন্ট ম্যাচের সময় উদ্বোধন হবে। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় পঙ্কজ রায়ের প্রাক্তন তারকাদের নামে ইডেনে স্ট্যান্ড রয়েছে।
advertisement
advertisement
এটা ছাড়াও সিএবি সভাপতি হিসেবে বিশ্বনাথ দত্ত ও জগমোহন ডালমিয়ার নামের স্ট্যান্ড রয়েছে। এছাড়া ইডেন যেহেতু সেনার অধীনে তাই কয়েকজন সেনা আধিকারিকের নামেও ইডেনের স্ট্যান্ড রয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens: এবার দাদার পাশেই ঝুলন, ইডেনে ঝুলনকে বিশেষ সম্মান দেওয়ার ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement