কোচ স্টিফেনের হাতে ইস্টবেঙ্গলের সাফল্য নিশ্চিত! কলকাতায় এসে জানালেন বাইচুং
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
East Bengal will definitely deliver success this time under Stephen Constantine feels Baichung. কোচ স্টিফেনের হাতে ইস্টবেঙ্গলের সাফল্য নিশ্চিত! কলকাতায় এসে জানালেন বাইচুং
#কলকাতা: ঝটিকা সফরে কলকাতায় এসেছেন বাইচুং ভুটিয়া। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন তিনি। ঘুরে দেখলেন ক্লাবের নতুন সংগ্রহশালা। আসিয়ান কাপ জয়ের ছবি দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লেন। তারপর মুখোমুখি হলেন সাংবাদিকদের। বাইচুং মনে করেন যেভাবে ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া ঠিক হয়েছে তাতে রাজনৈতিক ছোঁয়া আছে।
আরও পড়ুন - দিনে দু কোটি ! বিজ্ঞাপনের বাজারে এবার কোহলিদের পেছনে ফেললেন হার্দিক পান্ডিয়া
এমনকি তার প্রতিদ্বন্দ্বী কল্যান চৌবের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন পাহাড়ি বিছে। পাশাপাশি স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশংসা শোনা গিয়েছে তার গলায়। বাইচুং মনে করেন স্টিফেন বরাবর রেজাল্ট দিতে পারেন। অতীতেও সেটা করে দেখিয়েছেন। একটা সময় ভারতীয় ফুটবল ১৭০ নম্বরে ছিল। সেখান থেকে স্টিফেন প্রথম ১০০ র মধ্যে নিয়ে আসেন ভারতকে।
advertisement
তার আমলে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। চিনের বিরুদ্ধে ড্র করেছিল। তিনি নিজে খেলেছেন স্টিফেনের অধীনে। তাছাড়াও দীপক মন্ডল, মহেশ গৌলি, তম্বা সিং - দের মতো ফুটবলারদের তুলে এনেছিলেন স্টিফেন। তাই বাইচুং আত্মবিশ্বাসী এবারেও ইমামি ইস্টবেঙ্গল দলে বেশ কিছু তরুণ ফুটবলর তুলে আনবেন ব্রিটিশ কোচ।
advertisement
লাল হলুদ সমর্থকদের কাছে বাইচুং অনুরধ করেছেন একটু ধৈর্য রাখতে। কারণ ইস্টবেঙ্গল দলটা কদিন আগেই মাত্র তৈরি হয়েছে। যথেষ্ট পরিমাণ অনুশীলন করার সুযোগ পায়নি। তিনি আশাবাদী আইএসএল শুরু হওয়ার আগে স্টিফেন নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে এই দলটাকে একটা ভাল জায়গায় নিয়ে আসবেন।
advertisement
কলকাতা ডার্বিতে আত্মঘাতী গোলে হেরেছে ইস্টবেঙ্গল। বাইচুং মনে করেন ইস্টবেঙ্গল মানসিক এবং শারীরিক দিক থেকে একেবারেই তৈরি ছিল না। এটিকে মোহনবাগান তুলনায় বেশি দিন সময় পেয়েছে। তা সত্ত্বেও লড়াই করেছেন লাল হলুদ ফুটবলাররা।
এই খেলাটাই আরো কয়েকদিন পরে হলে ফলাফল অন্যরকম হতে পারত। বাইচুং অবাক হয়েছেন শুনে যে ডার্বিতে মাত্র একজন ফুটবলারের অভিজ্ঞতা ছিল এই ম্যাচ খেলার। বাকি দশজনের ছিল জীবনের প্রথম ডার্বি। গত দুবারের থেকে আইএসএলে ইস্টবেঙ্গল অনেক ভাল করবে তাতে সন্দেহ নেই পাহাড়ি বিছের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 6:42 PM IST