দিনে দু কোটি ! বিজ্ঞাপনের বাজারে এবার কোহলিদের পেছনে ফেললেন হার্দিক পান্ডিয়া

Last Updated:

Hardik Pandya brand value in advertisement world now bigger than Virat Kohli and Rohit Sharma. ধারে কাছে নেই কোহলি, রোহিত! বিজ্ঞাপনের বাজারে সবচেয়ে বেশি চাহিদা হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়ার দরজায় লাইন বিজ্ঞাপন সংস্থাদের
হার্দিক পান্ডিয়ার দরজায় লাইন বিজ্ঞাপন সংস্থাদের
#দুবাই: একটা সময় ভারতীয় ক্রিকেটে পাকা ছেলে হিসেবে দুর্নাম ছিল তার। যত না খেলতেন, তার চেয়ে বেশি স্টাইল এবং বিতর্কে জড়াতেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি তাকে বদলে দিয়েছিলেন। বাবার মৃত্যু এবং ছেলের জন্ম মানুষ হিসেবে বদলে দিয়েছে তাকে। শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও ছক্কা হাঁকাচ্ছেন হার্দিক পান্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে ছক্কা মেরে যেমন দলকে জিতিয়েছেন, তেমনই বিজ্ঞাপনের বাজারে প্রতিযোগীদের বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। গত ছ’মাসে তাঁর দর চড়চড় করে বেড়েছে। নতুন নতুন সংস্থা তাদের বিজ্ঞাপনের মুখ করতে চাইছেন হার্দিককে। চোট সারিয়ে ফেরার পর থেকে বদলে গিয়েছেন হার্দিক। অনেক বেশি পরিণত।
advertisement
advertisement
গত আইপিএলে অধিনায়ক হিসাবে গুজরাত টাইটান্সকে ট্রফি জিতিয়েছেন। ভারতীয় দলে আবার নিজের জায়গা পাকা করেছেন। ব্যাট-বল দু’ক্ষেত্রেই রোহিত শর্মাকে ভরসা দিচ্ছেন হার্দিক। সেই সঙ্গে ভরসা দিচ্ছেন বিভিন্ন সংস্থাকে। তাঁরা আগ্রহ দেখাচ্ছেন।
গত ছ’বছর ধরে হার্দিকের আর্থিক বিষয় দেখভাল করে ‘রাইজ ওয়ার্লডওয়াইড’ নামের একটি সংস্থা। তারা জানিয়েছে, গত ছ’মাসে ভারতীয় ক্রিকেটারের ব্র্যান্ড ভ্যালু ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এখন হার্দিক ১১টা ব্র্যান্ডের মুখ। বছরের শেষে হার্দিক প্রায় ২০টা ব্র্যান্ডের মুখ হবে। হার্দিকের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় বিষয়।
advertisement
এই ফিরে আসার মধ্যে লড়াই, আবেগ জড়িয়ে আছে। হার্দিকের ব্যক্তিত্বেও একটা বড় বদল এসেছে। এখন ও অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী। এই বদলে যাওয়া হার্দিককেই সবাই চাইছে। কোনও সংস্থার বিজ্ঞাপনের জন্য দু’দিন শ্যুটিং করতে হলে প্রতি দিনের জন্য দেড় থেকে দু’কোটি টাকা নেন ভারতীয় ক্রিকেটার।
advertisement
সেই সঙ্গে ওটিটি মাধ্যমেও সক্রিয় হার্দিক। বিভিন্ন ওটিটি মাধ্যমের বিজ্ঞাপনে হার্দিককে দেখা যায়। এমনকি যেভাবে তার চাহিদা বেড়েছে বিজ্ঞাপন বাজারে তাতে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারদের। ব্রান্ড এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে এখন ভারতীয় দলের এক নম্বর তারকা হার্দিক পান্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিনে দু কোটি ! বিজ্ঞাপনের বাজারে এবার কোহলিদের পেছনে ফেললেন হার্দিক পান্ডিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement