Bangladesh cricket team : ভারত - পাকিস্তানকেও ভয় পাই না ! এশিয়া কাপে নামার আগে হুঙ্কার বাংলাদেশ টাইগারদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Do not count us out of Asia Cup says BCB President Nazmul Hasan. ভারত - পাকিস্তানকেও ভয় পাই না ! এশিয়া কাপে নামার আগে হুঙ্কার বাংলাদেশ টাইগারদের
#দুবাই: এশিয়া কাপে আসার আগেই সাকিব আল হাসান জানিয়ে দিয়েছিলেন তাদের আসল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপ বাংলাদেশের কাছে অ্যাসিড টেস্ট। নিজেদের শক্তি, দুর্বলতা দেখে নেওয়ার প্ল্যাটফর্ম। যদিও মিরাজ, মুশফিক, মুস্তাফিজুর এবং আরো কয়েকজন ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে বিপক্ষকে চমকে দিতে পারে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এই আফগানরাই গতকাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে। এমনকী ৮ উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য সহজ হবে।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলকে হারালেও ডুরান্ডে টিকে থাকার গ্যারান্টি নেই এটিকে মোহনবাগানের, জটিল অঙ্ক
প্রকৃতপক্ষেই এই ফরম্যাটে বাংলাদেশ খুবই দুর্বল। এই দুই দলকে হারিয়ে সুপার ফোর পর্বে যাওয়া টাইগারদের জন্য খুবই কঠিন কাজ হবে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবগুলো ম্যাচই জিততে চান। ক্রিকেটারদের সাহস দিতে তিনি এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই সাংবাদিকদের পাপন বলেন, আমরা কাউকে ভয় পাই না।
advertisement
advertisement
আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভাল অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভাল দল। প্রত্যেকটা দলই ভাল। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি।
Asia Cup 2022 Match No. 3 Bangladesh vs Afghanistan Who's gonna win?#AsiaCup2022 #AFGvsBAN
— 𝙅𝙐𝙉𝘼𝙄𝘿 𝙍𝘼𝙕𝘼🇵🇰 (@Junaidtweets99) August 30, 2022
advertisement
এটা যদি জিতে যাই শ্রীলঙ্কার সাথেও জিতব। আফগানিস্তানের বিপক্ষে জয় যে এত সহজ নয় তা বিসিবি সভাপতিও বুঝতে পেরেছেন। শ্রীলঙ্কার ১০৫ রান তাড়া করে আফগানরা জিতেছে ৫৯ বলে হাতে রেখে! বিসিবি সভাপতি মনে করেন, করোনার পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক।
সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি, করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 1:22 PM IST