ইস্টবেঙ্গলকে হারালেও ডুরান্ডে টিকে থাকার গ্যারান্টি নেই এটিকে মোহনবাগানের, জটিল অঙ্ক
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mohun Bagan may still not qualify for Durand Cup knockout even after winning Kolkata Derby. ইস্টবেঙ্গলকে হারালেও ডুরান্ডে টিকে থাকার গ্যারান্টি নেই এটিকে মোহনবাগানের, জটিল অঙ্ক
#কলকাতা: বাঙালির আবেগের বড় ম্যাচে রবিবার আত্মঘাতী গোলে কপাল পুড়ল ইমামি ইস্টবেঙ্গলের। শেষ হাসি হেসেছে এটিকে মোহনবাগান। ফুটবল পণ্ডিতরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এই ম্যাচের। কেউ বলেছেন ইস্টবেঙ্গল ভাগ্যের কাছে হেরেছে। কেউ আবার মনে করেন ভাগ্য ভাল বলেই ইস্টবেঙ্গলকে কম গোল খেতে হয়েছে।
সহজ সুযোগ মিস না হলে জয়ের ব্যবধান বাড়তে পারত মোহনবাগানের। কিন্তু মজার ব্যাপার হল ডার্বি জিতলেও, এই টুর্নামেন্টে টিকে থাকার ভাগ্য আর নেই এটিকে মোহনবাগানের নিজেদের হাতে। কারণ অর্থাৎ সোমবার মুম্বই সিটি ৫-১ গোলে ধ্বংস করেছে রাজস্থানকে। এই গ্রুপে তাদের পয়েন্ট হল ৭। শেষ ম্যাচে মুম্বই খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন - হার্দিক পান্ডিয়াকে দেখে কোন কিংবদন্তি অলরাউন্ডারের কথা মনে পড়ে গেল প্রাক্তন পাক কোচের?
ফুটবল বুদ্ধির বিচারে এই ইস্টবেঙ্গল মুম্বইকে হারানোর ক্ষমতা রাখে না। যদি ড্র হয় তাহলে ৮, জিতলে ১০ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করবে মুম্বই। অন্যদিকে রাজস্থান এবং মোহনবাগানের শেষ ম্যাচ বাকি নেভির বিপক্ষে। দুজনেই যদি শেষ ম্যাচ জেতে তাহলে পয়েন্ট দাঁড়াবে ৭। কিন্তু মুখোমুখি লড়াইয়ে মোহনবাগানকে হারানোর জন্যই অ্যাডভান্টেজ রাজস্থান। সেক্ষেত্রে ছিটকে যেতে হবে সবুজ মেরুনকে।
advertisement
advertisement
কিন্তু যদি রাজস্থান কোনমতে আটকে যায় নেভির বিপক্ষে, তাদের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে মোহনবাগান নেভির বিপক্ষে জয় পেলে ৭ পয়েন্ট হবে। তবেই একমাত্র নকআউটের রাস্তা খোলা থাকবে তাদের সামনে। তবে এত কিছু ভাবতে রাজি নন এটিকে মোহনবাগান দলের কোচ হুয়ান ফেরণ্ড।
তিনি একটাই লক্ষ্য রেখেছেন, বুধবার ভারতীয় নৌসেনার বিরুদ্ধে অন্তত ৩ গোলে জয়। তাতেও তাকিয়ে থাকতে হবে রাজস্থান বনাম নেভির দিকে। তবে যেটা হাতে নেই সেটা নিয়ে ভাবতে নারাজ ডার্বিতে ম্যাচের সেরা ফুটবলার কার্ল ম্যাক হিউ। আইরিশ ফুটবলারটি মনে করেন এই টুর্নামেন্ট তাদের কাছে একটা প্রস্তুতি মঞ্চ।
advertisement
গ্রুপের শেষ ম্যাচ নেভির বিপক্ষে সবকিছু উজাড় করে দেবেন তারা। চেষ্টা করবেন একাধিক গোলে জেতার। পাশাপাশি ৭ সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মালয়েশিয়ার দলের বিপক্ষে। তার আগে দলে যোগ দেবেন অস্ট্রেলিয়ান দিমিত্রি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 12:40 PM IST